বন্যায় শেষ সম্বলটুকু হারিয়েও পুষ্যিদের আগলে রাখলেন জাপানি দম্পতি

কুকুর যে প্রভুভক্ত তা কে না জানে! কিন্তু মানুষও যে পুষ্যি সারমেয় অন্ত প্রাণ হতে পারে, প্রমাণ করলেন এক জাপানি দম্পতি। বন্যায় শেষ সম্বলটুকু  হারিয়েও পুষ্যিদের বুকে আগলে রেখেছিলেন তাঁরা। ভাগ্যিস উড়ে এল হেলিকপ্টার...

Updated By: Sep 10, 2015, 11:07 PM IST
বন্যায় শেষ সম্বলটুকু হারিয়েও পুষ্যিদের আগলে রাখলেন জাপানি দম্পতি

ব্যুরো: কুকুর যে প্রভুভক্ত তা কে না জানে! কিন্তু মানুষও যে পুষ্যি সারমেয় অন্ত প্রাণ হতে পারে, প্রমাণ করলেন এক জাপানি দম্পতি। বন্যায় শেষ সম্বলটুকু  হারিয়েও পুষ্যিদের বুকে আগলে রেখেছিলেন তাঁরা। ভাগ্যিস উড়ে এল হেলিকপ্টার...

টানা বৃষ্টিতে ভাসছে জাপানের জোসো সিটি। নদী  উপচে মহল্লার পর মহল্লা জলের তলায়। মাঝে দ্বীপের মতো জেগে রয়েছে শুধু কয়েকটি বাড়ির চাল। শেষ সম্বলটুকুও গেছে। প্রাণ বাঁচাতে  তাই বাড়ির চালাতেই  আশ্রয় নিয়েছিলেন বৃদ্ধ এই দম্পতি। তবে একা নয়। ঘোর বিপদেও পুষ্যি কুকুরদুটিকে ভোলেননি ওঁরা। পুষ্যি দুটিকে বুকে আঁকড়েই ডুবু ডুবু বাড়ির চালায় কোনওরকমে পড়েছিলেন স্বামী-স্ত্রী। গোটা এলাকায় তখন চক্কর কাটছে উদ্ধারকারী সেল্ফ ডিফেন্স ফোর্সের হেলিকপ্টার। শেষপর্যন্ত সেই দলের সদস্যদেরই নজর পড়ে ওই দম্পতির ওপর। এক লহমায় অনেকটাই নিচে নেমে আসে কপ্টার। তড়িঘড়ি ঝাঁপিয়ে পড়েন এক উদ্ধারকারী। পুষ্যিকে আঁকড়ে থাকা মহিলাকে প্রথমে  কপ্টারে টেনে তোলেন তিনি। এরপর গৃহকর্তার পালা। তিনিও আর এক পুষ্যিকে বুকে আগলেই  উদ্ধারকারীর হাত  ধরে একটু একটু করে  উঠে আসেন কপ্টারে। বানভাসি পূর্ব জাপানে বেশিরভাগ মানুষই আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে, ব্যালকনিতে। তারই মাঝে উঠে এল মানবতার এই অনন্য নজির।

.