এ কেমন টুনা! দাম ৩১ লক্ষ ডলার!

টুনাটির সবচেয়ে বেশি দাম দিয়েছেন টুনা কিং নামে পরিচিত রেস্টুরেন্ট চেইন মালিক কিওশি কিমুরা

Updated By: Jan 5, 2019, 02:42 PM IST
এ কেমন টুনা! দাম ৩১ লক্ষ ডলার!

নিজস্ব প্রতিবেদন: একটি মাছের দাম কত হতে পারে! জাপানে নিলামে ওঠা এক টুনা মাছের যে দাম উঠল সেখানে হয়তো আন্দাজও পৌঁছবে না।

আরও পড়ুন-বাবাকে শ্বাসরোধ করে খুন করে আত্মসমর্পণ ছেলের

শনিবার টোকিওর সুকিজি মাছ বাজারে একটি ব্লু-ফিন টুনা-র দাম উঠল ৩.১ মিলিয়ন ডলার বা ৩১ লাখ ডলার। ২৭৮ কিলোগ্রাম ওজনের দৈত্যাকার ওই ধরনের নীল পাখনাওলা টুনা খুব বেশি একটা দেখা যায় না। জাপানে এটি এখন বিরল প্রজাতির প্রাণীর মধ্যে পড়ে। এটি ধরা পড়ে উত্তর উপকূলে।

ওই বিরল প্রজাতির টুনাটির সবচেয়ে বেশি দাম দিয়েছেন টুনা কিং নামে পরিচিত রেস্টুরেন্ট চেইন মালিক কিওশি কিমুরা। গতবার একটি ওই ধরনের টুনার দাম উঠেছিল ১৫৫০ লাখ ইয়েন। এবার এই দাম দ্বিগুণ উঠেছে। কিমুরা জানিয়েছেন, দামটা একটু বেশি। তবে আশাকারি গ্রাহকরা এটি পছন্দ করবেন।

আরও পড়ুন-বাড়ির পাশের পুকুরে মিলল ৪ বছরের শিশুর বস্তাবন্দি দেহ

জাপান শুধু নয়, দুনিয়ার সবচেয়ে বড় মাছের বাজার হল সুকিজি। পর্যটক তো বটেই এলাকাটিতে রয়েছে বহু রেস্টুরেন্ট ও হেটেল। ১৯৩৫ সালে চালু হওয়া এই বাজারের বিশেষত্ব হল রোজ ভোরে এখানে মাছের নিলাম হয়। বিশেষ করে নববর্যের দিন।

 

.