ম্যান্ডেলার দেশে জুমার জমানা শেষ

এএনসি সূত্রে খবর, বুধবার জুমা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন ডেপুটি প্রেসিডেন্ট ক্রিল রামাফোসাকে। ক্রিল-ই এখন কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন বলে জানা যাচ্ছে।

Updated By: Feb 15, 2018, 11:15 AM IST
ম্যান্ডেলার দেশে জুমার জমানা শেষ

নিজস্ব প্রতিবেদন: অবশেষে পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমা। জেকবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল। পাশাপাশি, রাষ্ট্রপতি পদ থেকে জেকবকে সরানোর জন্য চাপ সৃষ্টি করে তাঁর দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)ও। অবশেষে ৭৫ বছর বয়সী জুমা চাপের মুখে পড়ে সরে দাঁড়ালেন এদিন। প্রায় ৯ বছর রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন জেকব জুমা।

আরও পড়ুন- ফ্লোরিডার স্কুলে বন্দুকবাজের হামলা, নিহত ১৭

এএনসি সূত্রে খবর, বুধবার জুমা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন ডেপুটি প্রেসিডেন্ট ক্রিল রামাফোসাকে। ক্রিল-ই এখন কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন বলে জানা যাচ্ছে। গত ডিসেম্বরে দলের সভাপতি নির্বাচিত হন তিনি। একদিকে ক্রিল যেমন ব্যবসায়ী অন্যদিকে ম্যান্ডেলার দেশে ট্রেড ইউনিয়নের নেতা হিসাবেও তাঁর খ্যাতি রয়েছে। নেলসন ম্যান্ডেলা রাষ্ট্রপতি (১৯৯১-১৯৯৭) থাকাকালীন এএনসি-র জেনারেল সেক্রেটারির পদ সামালিয়েছেন ক্রিল।

আরও পড়ুন- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার সদর দফতরে গুলি, আহত ১

জেকব জুমা রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ানোর সময় সাংবাদিকদের বলেন, "আমার দলের সিদ্ধান্তের বিরোধিতা করছি। আমি সবসময়ই এএনসি-র বাধ্য নেতা ছিলাম।" এ দিন জুমা পদত্যাগ পত্র না দিলে, খোদ তাঁর দলই জুমার বিরুদ্ধে অনস্থা প্রস্তাব নিয়ে আসত সংসদে।  

.