চর সন্দেহে আটক শকুনি
ইজরায়েলের সীমান্ত দিয়ে লেবাননে অনুপ্রবেশ। উড়তে উড়তে ইজারায়েল থেকে লেবাননের আকাশে এক শকুনির দাপাদাপি। সন্দেহ বসে শকুনিকে বন্দী করে লেবাননের গ্রামবাসীরা। শকুনির শরীরে ট্র্যাকিং ডিভাইস দেখে সন্দেহ হয় ইজরায়েল প্রশাসনের। ৬ ফুট ৫ ইঞ্চি দীর্ঘ ডানা বিশিষ্ট ওই শকুনিকে নিয়ে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয় ইজরায়েল। পরে ইজারায়েল ও লেবানন- দুই পক্ষের মধ্যে কথাবার্তার মাধ্যমে দূর হয় চরবৃত্তির সন্দেহ। অবশেষে ওই শকুনিকে লেবাননের কাছে হস্তান্তর করে ইজরায়েল।
ওয়েব ডেস্ক: ইজরায়েলের সীমান্ত দিয়ে লেবাননে অনুপ্রবেশ। উড়তে উড়তে ইজারায়েল থেকে লেবাননের আকাশে এক শকুনির দাপাদাপি। সন্দেহ বসে শকুনিকে বন্দী করে লেবাননের গ্রামবাসীরা। শকুনির শরীরে ট্র্যাকিং ডিভাইস দেখে সন্দেহ হয় ইজরায়েল প্রশাসনের। ৬ ফুট ৫ ইঞ্চি দীর্ঘ ডানা বিশিষ্ট ওই শকুনিকে নিয়ে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয় ইজরায়েল। পরে ইজারায়েল ও লেবানন- দুই পক্ষের মধ্যে কথাবার্তার মাধ্যমে দূর হয় চরবৃত্তির সন্দেহ। অবশেষে ওই শকুনিকে লেবাননের কাছে হস্তান্তর করে ইজরায়েল।
পরে তদন্ত করে জানা যায়, কোনও চরবৃত্তি নয়, শকুনির দেহে ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিয়েছিল লেবাননের একটি বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা। মধ্য-এশিয়াতে শকুন সংরক্ষণের একটি প্রোজক্টের জন্য ওই দীর্ঘকায় শকুনিকে ব্যবহার করা হচ্ছে। গত মাসেই স্পেন থেকে নিয়ে আসা হয় তাঁকে।
তবে এই ঘটনা প্রথম নয়। এর আগে ইজরায়েল থেকে সৌদি আরবে ঢুকে পরেছিল একটি শকুন। সৌদি আরবের প্রশাসন মনে করেছিল ওই শকুন ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের চ