শরিফের সঙ্গে বৈঠকের পরেও অনড় ইমরান, ইস্তফা না দিলে সন্ধ্যাতেই দখল হবে প্রধানমন্ত্রীর বাড়ি!
অভ্যন্তরীণ সঙ্কট মেটাতে তেহরিক-এ-ইনসাফ প্রধান ইমরান খানের সঙ্গে বৈঠকে করবেন নওয়াজ শরিফ। গতকালই তেহরিক-এ ইনসাফ প্রধান ইমরান খানের হুমকি দিয়েছিলেন আজ সন্ধের মধ্যে পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়বেন তাঁরা।
ওয়েব ডেস্ক: অভ্যন্তরীণ সঙ্কট মেটাতে তেহরিক-এ-ইনসাফ প্রধান ইমরান খানের সঙ্গে বৈঠকে করবেন নওয়াজ শরিফ। গতকালই তেহরিক-এ ইনসাফ প্রধান ইমরান খানের হুমকি দিয়েছিলেন আজ সন্ধের মধ্যে পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়বেন তাঁরা।
আপাতত পাক সংসদের সামনে চলছে তেহরিক-এ-ইনসাফের বিক্ষোভ। রয়েছেন আওয়ামি তেহরিক প্রধান তাহিরুল কাদরিও। পাক সংসদের সামনে আওয়ামী সংসদ অর্থাত্ সাধারণ মানুষের অধিবেশনের ডাক দেওয়া হয়েছে।
গতকাল রাতেই রেড জোনে ঢুকে পড়ে বিক্ষোভকারীদের মিছিল। পরিস্থিতি সামলাতে নামানো হয়েছে সেনা। সেনার তরফে আলোচনায় বসে বিক্ষোভকারীদের সমস্যা মেটানোর আবেদন জানানো হয়েছে। হিংসা নয়, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে সব পক্ষকে আর্জি জানিয়েছে আমেরিকা। একই আর্জি জানিয়েছে ব্রিটেনও।