এবার হাতে রাসায়নিক অস্ত্র! কোথায় হামলার ছক কষছে ISIS?

রক্তাক্ত প্যারিসের স্মৃতি এখনও সবার মনে টাটকা৷ বছর ঘুরতে না ঘুরতেই ISIS হামলায় কেঁপে উঠেছে ব্রাসেলস, ইস্তানবুল৷ প্রাণহানির সংখ্যাও বহু৷ একদিন আগেই ISIS হামলায় রক্তাক্ত হয়েছে পড়শি দেশ বাংলাদেশ৷ ২০ জন পণবন্দিকে কুপিয়ে খুন করেছে জঙ্গিরা৷ ২ জন পুলিস অফিসারের প্রাণের বিনিময়ে ১০ ঘণ্টারও বেশি টানটান স্নায়ুযুদ্ধের পর উদ্ধার করা সম্ভব হয়েছে ১৩ জন পণবন্দিকে৷ সারা বিশ্বের নজরে এখন তাই রয়েছে বাংলাদেশের দিকেই৷ কিন্তু, এর মধ্যেই সামনে এল আরও ভয়াবহ বিপদের হুঁশিয়ারি৷

Updated By: Jul 3, 2016, 02:56 PM IST
এবার হাতে রাসায়নিক অস্ত্র! কোথায় হামলার ছক কষছে ISIS?

ওয়েব ডেস্ক : রক্তাক্ত প্যারিসের স্মৃতি এখনও সবার মনে টাটকা৷ বছর ঘুরতে না ঘুরতেই ISIS হামলায় কেঁপে উঠেছে ব্রাসেলস, ইস্তানবুল৷ প্রাণহানির সংখ্যাও বহু৷ একদিন আগেই ISIS হামলায় রক্তাক্ত হয়েছে পড়শি দেশ বাংলাদেশ৷ ২০ জন পণবন্দিকে কুপিয়ে খুন করেছে জঙ্গিরা৷ ২ জন পুলিস অফিসারের প্রাণের বিনিময়ে ১০ ঘণ্টারও বেশি টানটান স্নায়ুযুদ্ধের পর উদ্ধার করা সম্ভব হয়েছে ১৩ জন পণবন্দিকে৷ সারা বিশ্বের নজরে এখন তাই রয়েছে বাংলাদেশের দিকেই৷ কিন্তু, এর মধ্যেই সামনে এল আরও ভয়াবহ বিপদের হুঁশিয়ারি৷

আরও পড়ুন-ঢাকায় হামলাকারী জঙ্গিদের ছবি প্রকাশিত; তোলপাড় ফেসবুকে!

ISIS-এর হাতে এখন রাসায়নিক অস্ত্র মজুত৷ সেই অস্ত্র যে কোনও মুহূর্তে আছড়ে পড়তে পারে ইউরোপের বিভিন্ন দেশে৷ মৃত্যু মিছিল চলতে পারে সেখানে৷ তার জন্য ইউরোপ যেন প্রস্তুত থাকে৷  গত মাসে তুরস্কে ধৃত এক ISIS জঙ্গিকে জেরা করে মিলেছে এই চাঞ্চল্যকর তথ্য ৷ ধৃত জঙ্গি আরও দাবি করেছে, তাদের হাতে এখন ক্ষেপণাস্ত্রের এক বিশাল ভান্ডার৷ সেইসঙ্গে সিরিয়া ও আলেপ্পো থেকে পারমাণবিক বোমা বানানোর রসদও তারা জোগাড় করে ফেলেছে৷ যা দিয়ে যেকোনও মুহূর্তে তারা বানিয়ে ফেলতে পারে শক্তিশালী হাইড্রোজেন বোমা৷

আরও পড়ুন-কেন বাংলাদেশকে টার্গেট করল ISIS ?

২০১৪-য় ইরাক আক্রমণ দিয়ে শুরু৷ সারা বিশ্বের কাছে এখন ত্রাসের নাম ISIS৷ এই দুই বছর সময়কালে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন শহরে একের পর এক হামলায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ সন্ত্রাস দমনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে গোটা বিশ্ব৷ এরমধ্যেই রাসায়নিক হামলার আতঙ্ক উসকে দিল হিরোশিমা-নাগাসাকির ভয়াবহ স্মৃতিকে৷

.