মার্কিন মুলুকে আছড়ে পড়ল অ্যাইজ্যাক
উত্তাল সমুদ্র আর প্রবল ঝোড়ো হাওয়া নিয়ে মার্কিন উপকূলে আছড়ে পড়ল সামুদ্রিক ঝড় আইজ্যাক। ইতিমধ্যেই মিসিসিপি উপকূল ছুঁয়েছে আইজ্যাক। এই ঝড়ের জেরে লুসিয়ানা এবং নিউ অরলিয়্যান্সে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন।
উত্তাল সমুদ্র আর প্রবল ঝোড়ো হাওয়া নিয়ে মার্কিন উপকূলে আছড়ে পড়ল সামুদ্রিক ঝড় আইজ্যাক। ইতিমধ্যেই মিসিসিপি উপকূল ছুঁয়েছে আইজ্যাক। এই ঝড়ের জেরে লুসিয়ানা এবং নিউ অরলিয়্যান্সে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন। সমুদ্র উপকূলের কাছাকাছি এলাকা থেকে মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঝড়ের ফলে সমুদ্রে বারো ফুট উচ্চতার ঢেউ উঠতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
ইতিমধ্যেই, হাইতি এবং কিউবায় ধ্বংসলীলা চালিয়ে এসেছে আইজ্যাক। এরপর সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়ে বয়ে আসায় বেড়েছে ঝড়ের শক্তি। সতর্ক করা হয়েছে উপকূলরক্ষী বাহিনীকে। তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও।