ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার প্রতিবাদে গর্জে উঠল হলিউড
আমেরিকায় ৭টি মুসলিম-প্রধান দেশের শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা। প্রতিবাদে গর্জে উঠল হলিউড। অস্কার অনুষ্ঠান বয়কট করলেন অস্কারের জন্য মনোনীত ইরানি অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। ফেব্রুয়ারির অস্কার অনুষ্ঠান কি জৌলুস হারাবে? উঠছে প্রশ্ন। রেড কার্পেটেও লাগল প্রতিবাদের ছোপ।ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ। অস্কার পুরস্কার অনুষ্ঠান বয়কট করলেন অস্কারের জন্য মনোনীত বিদেশি ছবি দ্য সেলসম্যান- এর ইরানি অভিনেত্রী তারানেহ আলিদুস্তি।অস্কারের জন্য মুখিয়ে থাকেন দুনিয়ার হাজার হাজার পরিচালক, অভিনেতা, সঙ্গীতশিল্পী। অস্কারে মনোনয়ন পাওয়াটা জাতে তুলে দেয় বিনোদন দুনিয়ার একজন শিল্পীকে। সেই অনুষ্ঠানই বয়কট করলেন তারানেহ। কেন এই ক্ষোভ? কীসের অভিমান? ইরানের নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্তের বিরোধিতায় ট্রাম্পের প্রতি শ্লেষ ঝরে পড়েছে আলিদুস্তির টুইটে।ইরানিদের ওপর এই নিষেধাজ্ঞা বর্ণবিদ্বেষমূলক। এটি একটি সাংস্কৃতিক মঞ্চ। তবু এর বিরোধিতায় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন তারানেহ।
ওয়েব ডেস্ক: আমেরিকায় ৭টি মুসলিম-প্রধান দেশের শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা। প্রতিবাদে গর্জে উঠল হলিউড। অস্কার অনুষ্ঠান বয়কট করলেন অস্কারের জন্য মনোনীত ইরানি অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। ফেব্রুয়ারির অস্কার অনুষ্ঠান কি জৌলুস হারাবে? উঠছে প্রশ্ন। রেড কার্পেটেও লাগল প্রতিবাদের ছোপ।ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ। অস্কার পুরস্কার অনুষ্ঠান বয়কট করলেন অস্কারের জন্য মনোনীত বিদেশি ছবি দ্য সেলসম্যান- এর ইরানি অভিনেত্রী তারানেহ আলিদুস্তি।অস্কারের জন্য মুখিয়ে থাকেন দুনিয়ার হাজার হাজার পরিচালক, অভিনেতা, সঙ্গীতশিল্পী। অস্কারে মনোনয়ন পাওয়াটা জাতে তুলে দেয় বিনোদন দুনিয়ার একজন শিল্পীকে। সেই অনুষ্ঠানই বয়কট করলেন তারানেহ। কেন এই ক্ষোভ? কীসের অভিমান? ইরানের নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্তের বিরোধিতায় ট্রাম্পের প্রতি শ্লেষ ঝরে পড়েছে আলিদুস্তির টুইটে।ইরানিদের ওপর এই নিষেধাজ্ঞা বর্ণবিদ্বেষমূলক। এটি একটি সাংস্কৃতিক মঞ্চ। তবু এর বিরোধিতায় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন তারানেহ।
আরও পড়ুন ট্রাম্পের সিদ্ধান্তে এবার পাল্টা জবাব ইরানের
ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে গর্জে উঠেছে বিনোদন দুনিয়ার কণ্ঠ। অস্কারের জন্য মনোনীত তথ্যচিত্র লাইফ, অ্যানিমেটেডের পরিচালক জুলি গোল্ডম্যানের গলায় সমালোচনার কড়া সুর।অস্কারের জন্য মনোনীত লায়ন ছবির অভিনেতা দেব প্যাটেল, অভিনেত্রী নিকোল কিডম্যানও ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে মুখর হয়েছেন। অভিবাসনে খাঁড়ার ঘা। শরণার্থীদের মুখের ওপর দরজা বন্ধ। তার আঁচ এসে পড়ল বিনোদন দুনিয়ার সেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও। ইরানি ঝলক কি দেখা যাবে হলিউডের ডলবি থিয়েটারে? এখন অপেক্ষা ফেব্রুয়ারির।
আরও পড়ুন ট্রাম্পের সিদ্ধান্তে বিক্ষোভ জন এফ কেনেডি বিমানবন্দরে, পাল্টা হুঁশিয়ারি ইরানের