বন্য হাতিদের জন্য অবাধ হল ভারত-বাংলাদেশ সীমান্ত
Updated By: Jul 28, 2017, 11:48 PM IST
ওয়েব ডেস্ক: গজ মহারাজের জন্য হালকা হল কূটনৈতিক ফাঁস। ভারত ও বাংলাদেশ যৌথভাবে জানাল যে, এবার দুই দেশের মধ্যে সীমান্ত পেরিয়ে অবাধে যাতায়ত করতে পারবে বন্য হাতিরা। এই পদক্ষেপকে সফল করতে মেঘালয়ের ১২ টি এবং আসমের একটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে যেখানে কাঁটাতার সরিয়ে বন্যদের যাতায়াতের জন্য দরজা তৈরি হবে যার মধ্যে সুগম হবে তাদের চলাফেরা। এই যৌথ সিদ্ধান্তের অঙ্গ হিসাবে সীমান্ত টোপকে হাতি উদ্ধারকারী দলের যাতায়াতের বিষয়টিকেও বৈধতা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভারত-বাংলাদেশের মধ্যে কিছু মাস আগেই ছিটমহল হস্তান্তর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার ফলে দীর্ঘকাল ধরে অচলাবস্থার মধ্যে থাকা একটা বড় জনসংখ্যার সমস্যা মেটার সম্ভবনা তৈরি হয়েছে। আর এবার স্বস্তি মিলল হাতিদের।