Indian American US politician Nikki Haley: এবার আমেরিকান প্রেসিডেন্ট হচ্ছেন এক ভারতীয়? জেনে নিন তাঁর সম্বন্ধে...

Indian American US politician Nikki Haley: ব্রিটেনের প্রধানমন্ত্রী একজন ভারতীয় বংশোদ্ভূত, যা নিয়ে উপমহাদেশের গর্বের অন্ত নেই। এবার কি একই ঘটনা ঘটতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রেও? অন্তত পরিস্থিতি ও প্রেক্ষাপট তেমনই। সেখানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী হিসেবে যাঁদের নাম উঠে এসেছে তাঁদেরই একজন হলেন ভারতীয় বংশোদ্ভূত নিম্রতা নিকি হ্যালি।

Updated By: Feb 15, 2023, 03:27 PM IST
Indian American US politician Nikki Haley: এবার আমেরিকান প্রেসিডেন্ট হচ্ছেন এক ভারতীয়? জেনে নিন তাঁর সম্বন্ধে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিটেনের প্রধানমন্ত্রী একজন ভারতীয় বংশোদ্ভূত, যা নিয়ে উপমহাদেশের গর্বের অন্ত নেই। এবার কি একই ঘটনা ঘটতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রেও? অন্তত পরিস্থিতি ও প্রেক্ষাপট তেমনই। সেখানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী হিসেবে যাঁদের নাম উঠে এসেছে তাঁদেরই একজন হলেন ভারতীয় বংশোদ্ভূত নিম্রতা নিকি হ্যালি। পঞ্জাবি বাবা-মায়ের সন্তান নিম্রতা এক সময়ে রাষ্ট্রপুঞ্জে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন। আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার গভর্নরও ছিলেন তিনি। রাজনীতিক হিসেবে তাঁর একটা পরিচিতি রয়েছে। এবার তিনি ২০২৪ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের অন্যতম মুখ হতে চলেছেন। নির্বাচনী প্রক্রিয়ায় তাঁর প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন একদা-তাঁর রিপাবলিকান সহকর্মী আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন: Queen Consort Camilla: কেন কোহিনুরখচিত বিতর্কিত মুকুট পরবেন না কুইন কনসর্ট ক্যামিলা?

নিকির পুরো নাম নিম্রতা নিকি রণধাওয়া হ্যালি। জন্ম দক্ষিণ ক্যারোলিনাতেই। সেই হিসেবে জন্মগত ভাবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রেরই নাগরিক। যদিও নিকির বাবা-মা দু’জনেই ভারত থেকে অভিবাসী হিসেবে আমেরিকায় এসেছিলেন। তাঁর বাবা অজিত সিংহ রণধাওয়া ছিলেন পঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মা রাজ কউর রণধাওয়া ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী। দু’জনেই অমৃতসরে থাকতেন। 

আরও পড়ুন: New Twitter CEO: ট্যুইটারের নতুন সিইও-র নাম ঘোষণা করলেন এলন! দেখে আক্কেল গুড়ুম সকলের...

পরবর্তী কালে আমেরিকার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়ে কানাডায় আসেন তাঁরা। আমেরিকার কলেজেই অধ্যাপকের চাকরি পেয়ে থেকে যান নিকির বাবা। নিকির জন্ম আমেরিকার এই প্রদেশেই। তাঁর মা-ও আমেরিকায় এসে শিক্ষকতাই করেছেন। পরের দিকে নিজেদের পোশাকের ব্যবসাও শুরু করেন তিনি। নিকি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে মায়ের ব্যবসায় মাকে সাহায্যও করেছেন দীর্ঘ দিন।

৫১ বছর বয়সী নিকি হ্যালি বলেছেন, ট্রাম্পের সঙ্গে তাঁর সেই অর্থে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। তিনি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অন্যরকম পথের কথা ভেবে রেখেছেন। আগামী দিনে আমেরিকাকে একটু আলাদা পথে চলার কথা ভাবতেই হবে। হ্যালি এর আগে মার্কিন দেশের সবচেয়ে কমবয়সি গভর্নর হয়ে রেকর্ড করেছেন। সাউথ ক্যারোলিনার প্রথম মহিলা গভর্নর হয়েও ইতিহাস তৈরি করেছে নিকি। হোয়াইট হাউসে পা রেখে আবারও কি ইতিহাস গড়বেন নিকি? ২০২৪ সালের ৫ নভেম্বরের পরেই তা জানা যাবে। কেননা, ওই দিনেই মার্কিন দেশে প্রেসিডেন্ট নির্বাচন হবে।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.