ভারতের প্রচেষ্টায় মুগ্ধ বিশ্ব, ইসরোর প্রশংসায় তাবড় দেশ
ইসরোর ভূয়সী প্রশংসায় বিশ্বের বিভিন্ন দেশের তাবড় মহাকাশ সংস্থা।
নিজস্ব প্রতিবেদন : ইসরোর কঠোর পরিশ্রম ও নিষ্ঠাকে কুর্নিশ করছে বিশ্ব। এত সীমিত বাজেটে ভারতীয় বিজ্ঞানীদের অসাধ্য সাধনের প্রচেষ্টায় মুগ্ধ বিশ্বের বৈজ্ঞানিকমহল।
ইসরো সূত্রে খবর প্রায় ৯৫% সফল চন্দ্রযান-২ অভিযান। ল্যান্ডার বিক্রমের চাঁদের মাটিতে অবতরণের শেষ ধাপে সংযোগ বিচ্ছিন্ন হলেও সুষ্ঠভাবে কাজ করছে অর্বিটার। ইসরো সূত্রে খবর, প্রায় ৯৫% সফল ইসরোর প্রচেষ্টা। আর সেই কারণেই ইসরোর ভূয়সী প্রশংসায় বিশ্বের বিভিন্ন দেশের তাবড় মহাকাশ সংস্থা।
মার্কিন যুক্তরাষ্ট্র
ইসরোর প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণ-মধ্য এশিয়ার কার্যনির্বাহী সহ-সচিব অ্যালিস জি ওয়েলস বলেন, “চন্দ্রযান-২ নিয়ে ইসরোর দুর্ধর্ষ প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। এই মিশন ভারতকে অনেক কদম এগিয়ে রাখবে। চন্দ্রযান যে সব মূল্যবান তথ্য প্রেরণ করবে তা বিজ্ঞানের সাফল্যকে আরও উজ্জ্বল করে তুলবে।”
ইসরোর প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসা জানায়, মহাকাশ চ্যালেঞ্জিং বিষয়। চাঁদের দক্ষিণ গোলার্ধে চন্দ্রযানের-২-এর এই অভিযানের জন্য ইসোরর প্রশংসা করে নাসা। ইসরোর এই পদক্ষেপে অনুপ্রাণিত হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা বলে জানায় নাসা। ভারতের সঙ্গে ভবিষ্যতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন মহাকাশ সংস্থা। এর আগে শুক্রবারই নাসা জানিয়েছে, এই ধরনের অভিযানের ৬০ শতাংশই ব্যর্থ হয়েছে। তাই ভারতের প্রথম প্রচেষ্টায় এতটা সাফল্যে তারা মুগ্ধ।
We congratulate @ISRO on their incredible efforts on #Chandrayaan2. The mission is a huge step forward for India and will continue to produce valuable data to fuel scientific advancements. We have no doubt that India will achieve its space aspirations. AGW https://t.co/r1TAjvRl47
— State_SCA (@State_SCA) September 7, 2019
সংযুক্ত আরব আমিরশাহি
অবতরণের সময়ে বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ভারতের পাশে দাঁড়িয়েছিল সংযুক্ত আরব আমিরশাহির মহাকাশ সংস্থা। ভারতীয় বিজ্ঞানীদের সমর্থন করেছিলেন তাঁরা। মহাকাশবিজ্ঞানের ক্ষেত্রে ভারতকে বুদ্ধিমান খেলোয়াড় বলে অভিহিত করেছে সংযুক্ত আরব আমিরশাহি স্পেস। টুইট করে সংযুক্ত আরব আমিরশাহির মহাকাশ সংস্থা জানায়, বিক্রমের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারে আমরা ভারতের পাশে আছি। ভারত আমাদের পার্টনার ও মহাকাশবিজ্ঞানের ক্ষেত্রে এক বুদ্ধিমান খেলোয়াড়।
The #UAESpaceAgency assure their full support to the @isro following the loss of contact with their spacecraft, Chandrayaan-2 which had to land on the moon. #India proved to be a strategic player in the #space sector & a partner in its development & achievements pic.twitter.com/f3j14gsMqS
— وكالةالإمارات للفضاء (@uaespaceagency) September 7, 2019
পাকিস্তান
অভিযানে প্রত্যাশিত সাফল্য না মেলায় টুইট করে তীব্র কটাক্ষ করেন পাকিস্তানের বিজ্ঞান মন্ত্রী ফাওয়াদ হুসেন।
Endia only way now you can reach moon is through Bollywood,another 100 crore and you guys ll be on the moon. on serious note extremists always fail and you failed when instead of scientists you relied on Jotshi and delayed the mission,Come out of hatred for other communities.
— Ch Fawad Hussain (@fawadchaudhry) September 8, 2019
কিন্তু পাকিস্তানের বিজ্ঞান মন্ত্রী যা-ই বলুন না কেন, চন্দ্রযান-২ অভিযানের পর ভারতকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারী নামিরা সালিম।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে চন্দ্রযান-২ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমের সফট ল্যান্ডিংয়ের ঐতিহাসিক প্রচেষ্টার জন্য আমি ভারত আর ইসরোকে শুভেচ্ছা জানাই।” নামিরা জানান, এই অভিযান হাকাশ গবেষণার ক্ষেত্রে সত্যিই একটা বিড়াট পদক্ষেপ। পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারীর মতে, এই অভিযানে ভারত বা দক্ষিণ-পশ্চিম এশিয়াই নয়, লাভবান হবে গোটা বিশ্ব।
ভুটান
ভুটানের প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন ভারতের বিজ্ঞানীদের। টুইট করে তিনি লেখেন, "চন্দ্রযান-২ অভিযানে শেষ মুহূর্তে কিছু বাধা এসেছে। কিন্তু আপনাদের সাহস ও কঠোর পরিশ্রম ঐতিহাসিক।" ভারতের প্রধানমন্ত্রীরও প্রশংসা করেন তিনি।
We are proud of India and its scientists today. Chandrayaan-2 saw some challenges last minute but the courage and hard work you have shown are historical. Knowing Prime Minister @narendramodi, I have no doubt he and his ISRO team will make it happen one day.
— PM Bhutan (@PMBhutan) September 7, 2019
অস্ট্রেলিয়া
ভারতের অভিযানের ভূয়সী প্রশংসা করেছে অস্ট্রেলিয়ার মহাকাশ সংস্থা। অস্ট্রেলিয় মহাকাশ সংস্থা জানায়, চাঁদে নামতে মাত্র কয়েক কিলোমিটার বাকি ছিল ল্যান্ডার বিক্রমের। মহাকাশ অভিযানের ক্ষেত্রে ইসরোর বিজ্ঞানীদের দলের প্রচেষ্টা ও নিষ্ঠাকে আমরা কুর্নিশ জানাই।
Australian Space Agency: The Vikram Lander was just a few kilometres short of realising its mission to the Moon. To the team at ISRO, we applaud your efforts and the commitment to continue our journey into space. #Chandrayaan2 pic.twitter.com/XTe83DGMIB
— ANI (@ANI) September 7, 2019
ইজরায়েল
চলতি বছর এপ্রিলে বিক্রমের মতোই অল্পের জন্য ব্যর্থ হয় ইজরায়েলের যান। চাঁদের একদম কাছাকাছি পৌঁছেও ল্যান্ডিংয়ে আসে বাধা।
ভারতের পাশে দাঁড়ালেন ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত রন মলকা। জানালেন, ভারতের গর্ব করা উচিত। সাহস রাখুক ইসরো। এটি একটি বড় সাফল্য। ইজরায়েলেরও এরকম ল্যান্ডিংয়ে বাধার সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা রয়েছে। আমাদের বিশ্বাস ভারত আবার প্রচেষ্টা চালাবে এবং শেষ ধাপে সফল হবে।
Take pride India and have courage @isro. This is a great achievement and it is not the end. Israel is no stranger to the stumbling blocks on the way to a soft landing and we know India will try again and complete the last step. We will see you there. #IndiaOnTheMoon
— Ron Malka (@DrRonMalka) September 7, 2019
মলদ্বীপ
মলদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলিহ টুইট করে শুভেচ্ছাবার্তা দেন। তিনি বলেন, "ইতিহাস তৈরী করেছে ভারত। শেষটা যাই হোক না কেন, চাঁদে যান পৌঁছে দেওয়া কোনও মুখের কথা নয়।" ইসরোর বিজ্ঞানী ও নরেন্দ্র মোদীকেও শুভেচ্ছা জানালেন তিনি।
With Chandraayan 2, India has made history. Whatever the final outcome, landing a probe on the moon is no mean feat. I applaud and commend the efforts of PM @narendramodi and ISRO for their hard work to further the cause of human scientific progress.
— Ibrahim Mohamed Solih (@ibusolih) September 7, 2019
শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরোকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, "এটি মোটেও ব্যর্থতা নয়, বরং লক্ষ্যের দিকে আরও একটি সফল ধাপ।"
Congratulations to @isro, PM @narendramodi and the people of #India on #Chandrayaan2. This mission was not a failure but a successful step towards reaching the ultimate goal. This is an incredibly proud moment for all of South Asia. We are certain you will soon succeed.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) September 7, 2019
মরিশাস
ভারত সরকার এবং ইসরোকে তাদের প্রচেষ্টার জন্য টুইট করে শুভেচ্ছা জানান মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ জুগুনাউথ।
I wish to congratulate the government of India and the ISRO team for their attempt at landing the Vikram lander and the Pragyaan rover on the lunar South Pole. (1/2) @narendramodi @PMOIndia
— Pravind Jugnauth (@MauritiusPM) September 7, 2019