ভারতে বাণিজ্যের প্রচুর সুযোগ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে জোরাল সওয়াল মোদীর
ভারতের দেওয়ার ওই ভোজে উপস্থিতি ছিলেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি, বলিউড স্টার শাহরুখ খান প্রমুখ
নিজস্ব প্রতিবেদন: ভারত মানেই বাণিজ্য। সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দুনিয়ার ৬০টি বিখ্যাত কোম্পানির সিইওদের বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী দুবছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার চিনকেও পেছনে ফেলে দেবে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। এরকম এক অবস্থায় একপ্রকার দেশে লগ্নি আনার পক্ষে জোরাল সওয়াল করলেন প্রধানমন্ত্রী। সোমবার বিশ্বের ৬০ কোম্পানিরে সিইওদের একটি নৈশ ভোজে আমন্ত্রণ করেন মোদী। সেখানেই তিনি ভারতের আর্থিক বৃদ্ধির কথা তুলে ধরেন।
ভারতের দেওয়ার ওই ভোজে উপস্থিতি ছিলেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি, বলিউড স্টার শাহরুখ খান প্রমুখ।
আরও পড়ুন-চোখের জলে মোহনবাগান ছাড়লেন সোনি নর্ডি
মঙ্গলবার সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ১৩০ জন প্রতিনিধির সামনে বক্তব্য রাখবেন মোদী। এর আগে প্রধানমন্ত্রী সুইস প্রেসিডেন্ট অ্যালেন বারসেটের সঙ্গে একটি বৈঠক করেন। তাঁদের মধ্যে দুদেশের সম্পর্ক নিয়ে বৈঠক হয়।