মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ মার্কেটে, স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলেন মহিলা

মার্কেটের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু মাস্ক না থাকার কারণে আমায় ঢুকতে দেওয়া হচ্ছিল না।    

Updated By: Oct 11, 2020, 02:18 PM IST
মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ মার্কেটে, স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলেন মহিলা

নিজস্ব প্রতিবেদন: মাস্ক পরা অতি জরুরি। কিন্তু এই জরুরি কাজটাই মনে রাখতে ভুলে যাচ্ছেন বহু মানুষ। তখনই কোনও একটা ভাবে জুগার দেওয়ার চেষ্টায় আম জনতা। সম্প্রতি ইউকে এর এক বাসিন্দা মাস্ক পরতে ভুলে যাওয়ায় যে পদক্ষেপ নিয়েছে তাতে থ নেটপাড়া। 

বছর ত্রিশের রাচেল টায়লরকে মার্কেটে প্রবেশ করতে দেওয়া হয়নি। কারণ তার কাছে ছিল না মাস্ক। তখনই উপায় না পেয়ে ব্যাগ থেকে স্ট্যানিটার ন্যাপকিন বের কর পরে নেন তিনি। 

ওই মহিলা জানিয়েছেন, মার্কেটের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু মাস্ক না থাকার কারণে আমায় ঢুকতে দেওয়া হচ্ছিল না। এদিকে কিছু জিনিস কেনা খুব প্রয়োজনীয় ছিল। তাই ফিরে যেতে পারছিলাম না। এদিকে কাছাকাছি মাস্ক কেনার দোকানও দেখছিলাম না। এরপরই স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সিদ্ধান্ত নি।  

.