৪৩ জন পড়ুয়াকে খুঁজে বের করতে ড্রোন ক্যামেরার ব্যবহার মেক্সিকোয়
৪৩ জন পড়ুয়াকে খুঁজে বের করতে নয়া প্রযুক্তিকে হাতিয়ার করতে চলেছে মেক্সিকো। ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর গুয়েরিও থেকে নিখোঁজ হয়ে যান ৪৩ জন পড়ুয়া। মেক্সিকো পাবলিক প্রসিকিউটরের তরফ থেকে জানানো হয়েছে তাঁদের খোঁজার জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে।
ওয়েব ডেস্ক: ৪৩ জন পড়ুয়াকে খুঁজে বের করতে নয়া প্রযুক্তিকে হাতিয়ার করতে চলেছে মেক্সিকো। ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর গুয়েরিও থেকে নিখোঁজ হয়ে যান ৪৩ জন পড়ুয়া। মেক্সিকো পাবলিক প্রসিকিউটরের তরফ থেকে জানানো হয়েছে তাঁদের খোঁজার জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে।
হিউম্যান রাইটসের তরফ থেকে জানানো হয়েছে, ড্রোনগুলি একেবারে তৈরি হয়ে গিয়েছে। শুধুমাত্র সরকারিভাবে এটি চালু করা হলেই শুরু হয়ে যাবে খোঁজ।
হিউম্যান রাইটসের টরেস জানান, 'বেশ অনেকগুলি আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে নিখোঁজ পড়ুয়াদের খোঁজার পরিকল্পনার জন্য একটি বৈঠক করা হয়েছে। ৬ মাস ধরে খোঁজার পরিকল্পনা করা হবে।' তিনি আরও জানান, '৬ মাস ধরে পরিকল্পনা চালানো হবে বলে যে তদন্ত বন্ধ থাকবে তা নয়। পরিকল্পনার সঙ্গে তদন্তও চালানও হবে।'