হিজাব না পরার অপরাধে 'ব্যভিচারী' আখ্যা পেলেন মডেল সাদাফ তাহেরিয়ান
হিজাব না পরার অপরাধে কার্যত 'ব্যভিচারী' আখ্যা পেতে হল ইরানীয় মডেল সাদাফ তাহেরিয়ানকে। হিজাব না পরে নিজের বেশ কয়েকটি ফটো ইন্সটাগ্রামে পোষ্ট করেছিলেন তাহেরিয়ান। যার জন্য তাঁকে 'ব্যভিচারী' আখ্যা দিল ইরান সরকার।
ওয়েব ডেস্ক: হিজাব না পরার অপরাধে কার্যত 'ব্যভিচারী' আখ্যা পেতে হল ইরানীয় মডেল সাদাফ তাহেরিয়ানকে। হিজাব না পরে নিজের বেশ কয়েকটি ফটো ইন্সটাগ্রামে পোষ্ট করেছিলেন তাহেরিয়ান। যার জন্য তাঁকে 'ব্যভিচারী' আখ্যা দিল ইরান সরকার।
মুসলিম প্রথা অনুযায়ী মেয়েদের কোনও অচেনা পুরুষ বা আত্মীয় নন এমন কোনও পুরুষের সামনে আসার সময় হিজাব পরতে হবে। যাতে ওই মহিলার শালীনতা বজায় থাকে।
হিজাব পরিধান প্রথার বিরুদ্ধে গিয়ে হিজাব ছাড়াই ইন্সটাগ্রামে ছবি পোষ্ট করেছেন এই ইরানীয় মডেল। এই কাজের জন্য এখন অত্যন্ত বিতর্কের সম্মুখীন হতে হয়েছে তাঁকে।
ইরানের সংস্কৃতি মন্ত্রকের মতে, তেহেরিয়ান কোনও পশ্চিমী মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে হিজাব ছাড়াই ফটো তুলেছেন। এছাড়াও ওই দেশের কোনও সিনেমাতে যাতে এই মডেল কোনও ভাবে কাজ করতে না পারেন তার জন্য ফতেয়া জারি করা হয়েছে এই মন্ত্রকের তরফ থেকে।
কিন্তু এই ঘটনার জন্য কোনও ভাবেই অনুতপ্ত নন তেহেরিয়ান। তিনি জানান, হিজাব পরা বাধ্যতামূলক নয়। তিনি স্বাধীনভাবে বাঁচতে চান। তার জন্য হিজাব দিয়ে শরীরকে আবৃত করে রাখার কোনও মানেই হয় না। তিনি আরও জানান, আগে তিনি যে সমস্ত ইরানের সিনেমা করেছেন তাতে তাঁকে হিজাব পরতে হয়েছে, কারণ তিনি নিজের কেরিয়ারের এবং সিনামার চাহিদার জন্যই হিজাব পরেছিলেন।