পাকিস্তানে বসেই ওবামাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ওসামা

পাকিস্তানে অ্যাবোটাবাদের বাড়িতে বসেই সংগঠনের কর্মী-সদস্যদের নিয়মিত হামলার পরিকল্পনার নির্দেশ দিতেন ওসামা বিন লাদেন। এমনকী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি`র ডিরেক্টর ডেভিড পেট্রাসও ছিলেন লাদেনের কালো তালিকায়।

Updated By: May 1, 2012, 06:10 PM IST

পাকিস্তানে অ্যাবোটাবাদের বাড়িতে বসেই সংগঠনের কর্মী-সদস্যদের নিয়মিত হামলার পরিকল্পনার নির্দেশ দিতেন ওসামা বিন লাদেন। এমনকী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি`র ডিরেক্টর ডেভিড পেট্রাসও ছিলেন লাদেনের কালো তালিকায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিহত আল কায়েদা সুপ্রিমোর অ্যাবোটাবাদের বাড়ি থেকে বেশ কিছু কম্পিউটার ও হার্ড ড্রাইভ উদ্ধার করে মার্কিন নেভি সিল। ওই কম্পিউটারগুলিতে অতীত বা ভবিষ্যতের কোনও হামলার ছক না পাওয়া গেলেও, ওসামার পরিকল্পনার স্তরে থাকা বেশ কিছু হামলার নির্দেশ পাওয়া গিয়েছে। সেই হামলাগুলির মধ্যে ওবামা ও পেট্রাসকে হত্যার নির্দেশের পাশাপাশি ছিল, কয়েকটি ট্যাঙ্কারে হামলা, ৯/১১ হামলার ১০ বছর পূর্তিতে আমেরিকার কোনও জনবহুল এলাকায় বিস্ফোরণ ইত্যাদি । তবে এই হামলাগুলোর পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু পাওয়া যায়নি।

.