ক্যারাকাসে চিরনিদ্রায় সমাধিস্ত হলেন শাভেজ

শুক্রবার ভেনেজুয়েলার ক্যারাকাস সামরিক অ্যাকাডেমিতে শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত প্রেসিডেন্ট উগো শাভেজের। লাতিন আমেরিকার লড়াকু নেতার শেষযাত্রার সাক্ষী থাকতে এদিন হাজির ছিলেন তিরিশটি দেশের রাষ্ট্রপ্রধানরা। অকুতভয় এই বামপন্থী নেতার প্রতি শ্রদ্ধা জানাতে রাতভর গ্রান্ডিওস মিলিটারি অ্যাকাডেমির বাইরে ভিড় জমিয়েছিলেন অগনতি সাধরণ মানুষ। তাঁদের সুবিধার্থে আগামী সাতদিন এখানেই শায়িত থাকবে কিংবদন্তী এই নেতার মরদেহ।

Updated By: Mar 9, 2013, 10:20 AM IST

শুক্রবার ভেনেজুয়েলার ক্যারাকাস সামরিক অ্যাকাডেমিতে শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত প্রেসিডেন্ট উগো শাভেজের। লাতিন আমেরিকার লড়াকু নেতার শেষযাত্রার সাক্ষী থাকতে এদিন হাজির ছিলেন তিরিশটি দেশের রাষ্ট্রপ্রধানরা। অকুতভয় এই বামপন্থী নেতার প্রতি শ্রদ্ধা জানাতে রাতভর গ্রান্ডিওস মিলিটারি অ্যাকাডেমির বাইরে ভিড় জমিয়েছিলেন অগনতি সাধরণ মানুষ। তাঁদের সুবিধার্থে আগামী সাতদিন এখানেই শায়িত থাকবে কিংবদন্তী এই নেতার মরদেহ।
উগো শাভেজ। লাতিন আমেরিকার বাম আন্দোলনের অন্যতম প্রতীক। জীবদ্দশাতেই  যিনি হয়ে উঠেছিলেন কিংবদন্তী। শুধু লাতিন আমেরিকাই নয়, সারা বিশ্বের মুক্তিকামী মানুষ চেয়েছিলেন আরও অনেকদিন সঙ্গে থেকে সমাজতান্ত্রিকরা প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দিন উগো শাভেজ।
কিন্তু মারণরোগ ক্যানসারের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ চালিয়ে ভারতীয় সময় গত মঙ্গলবার গভীর রাতে কারকাসের সেনা হাসপাতালেই প্রয়াত হন শাভেজ। আটান্ন বছর বয়সে চলে গেলেন লাতিন আমেরিকার নতুন যুগের প্রতীক  উগো শাভেজ। শুক্রবার ভেনেজুয়েলার ক্যারাকাস সামরিক অ্যাকাডেমিতে শেষকৃত্য সম্পন্ন হল লাতিন আমেরিকার এই লড়াকু নেতার। তাঁর শেষযাত্রার সাক্ষী থাকতে শুক্রবার হাজির ছিলেন ৩০টি দেশের রাষ্ট্রপ্রধান। হুগো শাভেজের শেষকৃত্যে অংশ নেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো, বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার, উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুজিসিয়া সহ শাভেজ ঘনিষ্ঠ বহু নেতাই। ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও। ভারত থেকে শাভেজের শেষকৃত্যে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী সচিন পাইলট। ছিলেন হলিউডের খ্যাতনামা অভিনেতা- পরিচালক শ্যন পেনও।
যেখানে প্রয়াত প্রেসিডেন্টের দেহ রাখা হয়েছে, ক্যারাকাসের সেই গ্রান্ডিওস সামরিক অ্যাকাডেমির বাইরে রাতভর ফুল হাতে দীর্ঘ লাইনে অপেক্ষা করেছেন দেশবাসী। তারপর প্রিয় নেতাকে শ্রদ্ধা জানিয়ে তবেই বাড়ি ফিরেছেন তাঁরা। এখনও পর্যন্ত ২০ লক্ষেরও বেশি মানুষ গ্রান্ডিওস মিলিটারি অ্যাকাডেমিতে তাঁদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে এসেছেন । তাঁদের সুবিধার্থে আগামী সাতদিন এখানেই শায়িত থাকবে কিংবদন্তী এই নেতার কফিনবন্দী মরদেহ। এরপর শাভেজের দেহ সংরক্ষণ করে রাখা হবে ক্যারাকাসের সামরিক মিউজিয়ামে। 
 

.