নেপালে ভয়ঙ্কর ভূমিধসে চাপা পড়ে মৃত ১২, এখনও নিখোঁজ ২১
গত কয়েক দিন ধরেই নেপাল তিব্বত সীমানার ওই এলাকায় নাগাড়ে বৃষ্টি চলছে। পরিস্থিতি বিচার করে এলাকার ২৪৭টি ঘরকে বিপজ্জনক বলে ঘোষণা করে প্রশাসন
নিজস্ব প্রতিবেদন: ভয়ঙ্কর ভূমিধসে ভেসে গেল নেপালের সিন্ধুপালচক জেলার একটি এলাকা। শনিবারের ওই ধসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। ২১ জন এখনও নিখোঁজ।
আরও পড়ুন-পুজোর মরসুমেই লক্ষ্মীলাভ! করোনা আবহে পর্যটনের হাল ফেরাতে কোমর বাঁধছে রাজ্য
শনিবার প্রবল বৃষ্টি হয় গোটা জেলাতেই। তার জেরেই এদিন রাতে বরহাবিসে পুরসভার বীরখারা এলাকার ১৫টি বাড়ির ওপরে এসে পড়ে বিশাল কাদা মাটির স্তূপ। তাতেই চাপা পড়ে যায় ওইসব বাড়িঘর। দেরিতে উদ্ধার কাজ শুরু হলেও তাতে হাত লাগিয়েছে নেপালি সেনা ও পুলিস। নিখোঁজদের সন্ধানে দিনভর চলে তল্লাশি।
এখনও পর্যন্ত যে ১২ জনের দেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ৭ মহিলাও। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নিখোঁজদের সন্ধানে চিরুণী তল্লাশি চলছে।
আরও পড়ুন-পাঁচ টাকার কাজ করালে এক টাকা দিতে হয়, এবার কাটমানির কথা স্বীকার অনুব্রতর
গত কয়েক দিন ধরেই নেপাল তিব্বত সীমানার ওই এলাকায় নাগাড়ে বৃষ্টি চলছে। পরিস্থিতি বিচার করে এলাকার ২৪৭টি ঘরকে বিপজ্জনক বলে ঘোষণা করে প্রশাসন। কিন্তু তাদের উদ্ধারের কোনও ব্যবস্থাই করেনি সরকার।
এবার বর্ষায় এখনও পর্যন্ত প্রবল বৃষ্টি ও ধসে ২৪৯ জনের মৃত্যু হয়েছে নেপালে। ৪৯ জন এখনও নিখোঁজ।