পৃথিবীর সবচেয়ে বড় `হাউস ক্যাট` -এর সঙ্গে পরিচয় করুন

নামটা তার হারকিউলস। এই পৃথিবীর সবচেয়ে বড় লিগার মানে সিংঘ্র হারকিউলেসর নামটা সার্থক। হারকিউলসই যে তার চেহারার জন্য গিনিস বুক অফ ওয়াল্ড রেকর্ডে নিজের নামটা খোদাই করে ফেলল। সিংহ ও ব্যাঘ্রীর মিলনজাত শাবককে বলে সিংঘ্র (ইংরেজি নাম লিগার liger)।

Updated By: Sep 16, 2013, 07:24 PM IST

নামটা তার হারকিউলস। এই পৃথিবীর সবচেয়ে বড় লিগার মানে সিংঘ্র হারকিউলেসর নামটা সার্থক। হারকিউলসই যে তার চেহারার জন্য গিনিস বুক অফ ওয়াল্ড রেকর্ডে নিজের নামটা খোদাই করে ফেলল। সিংহ ও ব্যাঘ্রীর মিলনজাত শাবককে বলে সিংঘ্র (ইংরেজি নাম লিগার liger)।
সেই এমন এক সিংঘ্রের নাম হল হারকিউলস। সাউথ ক্যারোলিনার মার্টিলা বিচ সাফারি ওয়াইল্ড লাইফ পার্কে বেশ শান্তিতে থাকে ও। ওর ওজন ৯২২ পাউন্ড বা ৪১৮ কেজি। লম্বায় হারকিউলস ৪৯ ইঞ্চি, দীর্ঘে ১৩১ ইঞ্চি। মানে হারকিউবলস হল আমার-আপনার উচ্চতার চেয়ে অন্তত ৯ গুণ।
মজার কথা লিগার মানে সিংঘ্রকে মার্কিনীরা হাউস ক্যাট বলে ডাকে।

Ligers, which do not exist in the wild, can grow to twice the size of
their parents and weigh about a hundred times more than the average
house cat.

The safari, also known as TIGERS –- The Institute of Greatly Endangered
and Rare Species –- where tours are given by reservation, is owned by
Bhagavan “Doc” Antle, who also founded the Rare Species Fund in 1982, to help endangered wildlife around the world such as elephants, rhinos, orangutans and other big cats.

.