Hawaii Wildfires: ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়ছে দাবানলের আগুন, মৃত ৬৭!

Hawaii Wildfires Update: হাওয়াইতে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭! হাওয়াই-এর কর্তৃপক্ষ শুক্রবার এই সংখ্যা নিশ্চিত করেছে। হাওয়াইয়ের ইতিহাসে এর আগে কোনও প্রাকৃতিক দুর্যোগে এত বেশি প্রাণহানির ঘটনা ঘটেনি!

Updated By: Aug 12, 2023, 12:48 PM IST
Hawaii Wildfires: ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়ছে দাবানলের আগুন, মৃত ৬৭!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইতে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭! হাওয়াই-এর কর্তৃপক্ষ শুক্রবার এই সংখ্যা নিশ্চিত করেছে। হাওয়াইয়ের ইতিহাসে এর আগে কোনও প্রাকৃতিক দুর্যোগে এত বেশি প্রাণহানির ঘটনা ঘটেনি। এর আগে, ১৯৬০ সালে হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে আঘাত হানা ভয়াবহ এক সুনামিতে ৬১ জনের মৃত্যু ঘটেছিল হাওয়াইয়ের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগে পরিণত হওয়া এই দাবানলে মৃত মানুষের সংখ্যা হয়তো ৬৭-তেই আটকে থাকবে না, তা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: Libya: জল দেওয়া হয়নি, বিশ্রামেও না! ভয়ংকর গরমে মরুভূমিতে মৃত্যু ২৭ অভিবাসীর...

হাওয়াইয়ের মাউই দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ার আগে স্থানীয় লোকজনকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্নও উঠেছে।

৮ অগস্ট মাউই দ্বীপের পশ্চিম উপকূলীয় জঙ্গলে দাবানল শুরু হয়েছিল। এর কাছেই তৈরি হয়েছিল এক ঘূর্ণিঝড়। ফলে প্রচণ্ড ঝোড়ো বাতাস বইতে থাকে। এর ফলে দাবানলের তীব্রতা বেড়ে যায়। এবং দ্রুত সেটি সমুদ্রতীরবর্তী শহর লাহাইনায় ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, এই দাবানলে অন্তত ১০০০টি বাড়ি পুড়ে গিয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। প্রচুর মানুষ আহত, ক্ষতিগ্রস্ত। মারা গিয়েছেন বহু। কর্তৃপক্ষের আশঙ্কা, মৃতের সংখ্যা যা জানা গিয়েছে, দাবানল-এলাকায় লাশ শনাক্তকারী কুকুর নিয়ে অভিযান চালালে সেই সংখ্যা সম্ভবত আরও বাড়বে। কেননা, কুকুরের সহায়তায় হয়তো আরও মরদেহের খোঁজ মিলতে পারে।

আরও পড়ুন: North Korea: কোন দেশের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করতে চলছেন কিম জন উন? ভারত নিরাপদ তো?

জানা গিয়েছে, পুড়ে যাওয়া জায়গাগুলিতে এখনও কেউ যায়নি। আশঙ্কা, সেখানে কাজ শুরু হলে মৃতের সংখ্যা বাড়বে। 'লাহাইনাকে দেখে মনে হচ্ছে, এটি যেন বোমাবিধ্বস্ত এক শহর।' এই দাবানলের ৮৫ ভাগ নিয়ন্ত্রণে এসেছে। এ ছাড়া মাউই দ্বীপে আরও দুটি জায়গায় ছড়িয়ে পড়া দাবানলের একটির ৮০ ভাগ ও অন্যটির ৫০ ভাগ নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে।

মাউই দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ার আগে স্থানীয় লোকজনকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে মাউইতে জরুরি সতর্কসংকেত বাজানো হয়ে থাকে। তবে এবার দাবানলের সময়ে তা বাজাতে শোনা যায়নি। সতর্কসংকেতের প্রসঙ্গ টেনে হাওয়াইয়ের গভর্নর বলেন, কী ঘটেছে, তা জানতে মাউই কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.