ডায়নার মতোই এইডস আক্রান্তদের জন্য নির্মিত মাইল্ডমে হাসপাতালে যুবরাজ

মায়ের দেখানো পথেই এবার হ্যারি। পূর্ব লন্ডনে এইডস আক্রান্তদের জন্য নির্মিত মাইল্ডমে হাসপাতালে যুবরাজ। একদা এই হাসপাতালের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে জড়িত ছিলেন যুবরানী ডায়ানা। রাজ পরিবারের সদস্য হয়েও, HIV আক্রান্তদের সঙ্গে দেখা করতে নিয়মিত যেতেন সেখানে। সেই ধারাই অব্যাহত রাখলেন যুবরাজ হ্যারি। দুহাজার চব্বিশ সালে অলিম্পিক গেমস আয়োজকের অন্যতম দাবিদার রোম। তার আগে সোমবার বিকেলে ঐতিহাসিক কলোসিয়ামে উন্মোচিত হল রোমা অলিম্পিকের সম্ভাব্য লোগো। জাতীয় পতাকার লাল, সাদা, নীল রঙের আলোয় ভরে গিয়েছিল একদা গ্ল্যাডিয়েটরদের রণক্ষেত্র। উনিশশো ষাট সালে শেষবার অলিম্পিকের আসর বসেছিল রোমে।

Updated By: Dec 15, 2015, 09:05 AM IST
ডায়নার মতোই এইডস আক্রান্তদের জন্য নির্মিত মাইল্ডমে হাসপাতালে যুবরাজ

ওয়েব ডেস্ক: মায়ের দেখানো পথেই এবার হ্যারি। পূর্ব লন্ডনে এইডস আক্রান্তদের জন্য নির্মিত মাইল্ডমে হাসপাতালে যুবরাজ। একদা এই হাসপাতালের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে জড়িত ছিলেন যুবরানী ডায়ানা। রাজ পরিবারের সদস্য হয়েও, HIV আক্রান্তদের সঙ্গে দেখা করতে নিয়মিত যেতেন সেখানে। সেই ধারাই অব্যাহত রাখলেন যুবরাজ হ্যারি। দুহাজার চব্বিশ সালে অলিম্পিক গেমস আয়োজকের অন্যতম দাবিদার রোম। তার আগে সোমবার বিকেলে ঐতিহাসিক কলোসিয়ামে উন্মোচিত হল রোমা অলিম্পিকের সম্ভাব্য লোগো। জাতীয় পতাকার লাল, সাদা, নীল রঙের আলোয় ভরে গিয়েছিল একদা গ্ল্যাডিয়েটরদের রণক্ষেত্র। উনিশশো ষাট সালে শেষবার অলিম্পিকের আসর বসেছিল রোমে।

.