কাবুল বিশ্ববিদ্যালয়ের বইমেলায় জঙ্গিদের নির্বিচারে গুলি, নিহত ২০, আহত বহু

সোমবার থেকে কাবুল বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু হয়েছিল আফগান-ইরানি বইমেলা। ইরান থেকে এসেছিলেন বহু প্রকাশক

Updated By: Nov 2, 2020, 11:17 PM IST
কাবুল বিশ্ববিদ্যালয়ের বইমেলায় জঙ্গিদের নির্বিচারে গুলি, নিহত ২০, আহত বহু
ছবি-নিজস্ব

নিজস্ব প্রতিবেদন: জঙ্গিদের হাত থেকে রেহাই পেল না বইমেলাও। সোমবার কাবুল বিশ্ববিদ্যালয়ের বইমেলায় ঢুকে নির্বিচারে গুলি চালাল জঙ্গিরা। ওই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবরা পাওয়া যাচ্ছে। আহত পঞ্চাশের কাছাকাছি।

আরও পড়ুন-আইনের ফাঁক তৈরি করে উত্তরবঙ্গের সব উপাচার্যদের সঙ্গে দেখা করতে চলেছেন রাজ্যপাল

সোমবার থেকে কাবুল বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু হয়েছিল আফগান-ইরানি বইমেলা। ইরান থেকে এসেছিলেন বহু প্রকাশক। তার মধ্যে কমপক্ষে ৩ জঙ্গি আচমকাই ঢুকে পড়ে গুলি চালিয়ে দেয়। আহত ও নিহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়াও থাকতে পারে বলে কাবুল পুলিসের ধারনা।

এনিয়ে আফগান সরকারের আধিকারিক আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, কাবুল বিশ্ববিদ্যালয়ের বইমেলায় এই ধরনের হামলার নিন্দা করার ভাষা নেই। শিক্ষপ্রতিষ্ঠানে হামলা জঘন্য অপরাধ। শান্তিতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার অধিকার পড়ুয়াদের রয়েছে।

আরও পড়ুন-'বিমল গুরুং আইনের ঊর্ধ্বে না, একসাথে কাজ সম্ভব নয়', বিস্ফোরক বিনয়

এদিন আফগান ও ইরানের আধিকারিকরা বইমেলার উদ্বোধনের সময়েই গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাদের দ্রুত সেখান থেকে বের করে আনে পুলিস। বিশ্ববিদ্যালয়েক মুখপাত্র তারিক আরিয়ান সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন, শিক্ষা ও আফগানিস্তানের শান্তির শত্রুরা এই হামলা চালিয়েছে।

.