প্রাক্তন ঠিকাকর্মীর রাগেই মার্কিন নৌঘাঁটিতে ১৩ জন নিহত, মৃতদের মধ্যে আছেন এক ভারতীয় বংশোদ্ভূতও

মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে হামলার ঘটনায় এক আততায়ীকে সনাক্ত করল পুলিস। ৩৪ বছরের ওই বন্দুকবাজের নাম অ্যারন অ্যালেক্সিস। মার্কিন নৌবাহিনীর প্রাক্তন অফিসার অ্যারন কেন ওই হামলা চালাল তা নিয়ে অবশ্য ধন্দে রয়েছে মার্কিন নৌসেনা।

Updated By: Sep 17, 2013, 10:39 AM IST

মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে হামলার ঘটনায় এক আততায়ীকে সনাক্ত করল পুলিস। ৩৪ বছরের ওই বন্দুকবাজের নাম অ্যারন অ্যালেক্সিস। এফবিআই জানিয়েছে,অ্যারন নৌবাহিনীর ঠিকাশ্রমিকের কাজ করত৷ ২০১১ সালে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়৷ এর আগে অন্য একটি মামলাতেও গ্রেফতার করা হয়েছিল অ্যারনকে৷ পুলিস জানিয়েছে,বন্দুকবাজের কাছ থেকে নৌঘাঁটিতে ঢোকার বৈধ পাস উদ্ধার হয়েছে৷ 
বন্দুকবাজদের হামলায় যে ১২ জন মারা গিয়েছেন তার মধ্যে এক ভারতীয় বংশোদ্ভূতও আছেন। তাঁর নাম বিষ্ণু পন্ডিত।
২০০৭ থেকে ২০১১ পর্যন্ত মার্কিন নৌবাহিনীতে অফিসার পদে কর্মরত ছিল অ্যারন। সোমবার ভারতীয় সময় সন্ধে সাতটা নাগাদ এই হামলায় চার জনের মৃত্যু হয়। আহত হন ১২ জন। আততায়ীরা সংখ্যায় ৩ জন ছিল বলে দাবি ওয়াশিংটন পোস্টের। 
এদিকে মার্কিন নৌঘাঁটিতে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের নির্বিচার গুলিচালনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৩৷ নিহতদের মধ্যে বন্দুকবাজও রয়েছে ৷ জখম হয়েছে বহু৷ গতকাল সকাল ৮.২০ নাগাদ গুলি চালনার ঘটনা ঘটে মার্কিন নৌবাহিনীর সি সিস্টেম কম্যান্ডের সদর দফতর চত্বরে৷ গুলি চালানোর সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থলে ছুটে যায়৷ এই নৌঘাঁটিতে প্রায় ৩০০০ কর্মী কাজ করেন৷

.