`মিস আমেরিকা` হওয়ার পর ভারতীয় বংশোদ্ভূত নিনার বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্যের জোয়ার টুইটারে
মার্কিন মুলুকে ভারতীয় বংশোদ্ভূতরা বরাবরই আধিপত্য দেখিয়ে এসেছেন। এ বার বারাক ওবামার দেশে এক ভারতীয় বংশোদ্ভূতর আধিপত্য দেখা গেল সুন্দরী প্রতিযোগিতায়। আমেরিকার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস আমেরিকা’র খেতাব এবার জিতলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণী নিনা দাভুলুরি।
মার্কিন মুলুকে ভারতীয় বংশোদ্ভূতরা বরাবরই আধিপত্য দেখিয়ে এসেছেন। এ বার বারাক ওবামার দেশে এক ভারতীয় বংশোদ্ভূতর আধিপত্য দেখা গেল সুন্দরী প্রতিযোগিতায়। আমেরিকার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস আমেরিকা’র খেতাব এবার জিতলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণী নিনা দাভুলুরি।
রবিবার রাতে আটলান্টা সিটিতে অনুষ্ঠিত প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালেতে প্রাক্তন মিস আমেরিকা ম্যালোরি হেগেনের কাছ থেকে আমেরিকার সেরা সুন্দরীর মুকুট পরেন নিনা। ফাইন্যালে নিনার সাথে পৌঁছেছিল চীনা মেয়ে, ‘মিস ক্যালিফোর্নিয়া’ ক্রিস্টাল লি। বলিউডের গুণমুগ্ধা দাভুলুরি গত ১৫ বছর ধরে ভারতীয় ধ্রুপদী নৃত্যেরও চর্চা করে চলেছে।
নিনার ‘মিস আমেরিকা’ জয়ের পরপরই আমেরিকানদের বিক্ষুব্ধ টুইটের জোয়ারে ভেসে গেছে মাইক্রোব্লগিংয়ের ওই সাইট। সেখানে জানানো হয়েছে, ‘মিস নিউ ইয়র্ক একজন ভারতীয়! এই হল আমাদের আমেরিকা!’