করোনা আক্রান্ত এবার গরিলাও

আক্রান্ত গরিলাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

Updated By: Jan 13, 2021, 01:15 PM IST
করোনা আক্রান্ত এবার গরিলাও

নিজস্ব প্রতিবেদন: মানবসমাজ ছেড়ে করোনা আগেই হানা দিয়েছিল প্রাণীরাজ্যে। তবে গরিলার কোভিড আক্রান্ত হওয়ার খবর এই প্রথম। 

ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর জু সাফারি পার্কে (San Diego Zoo Safari Park) দুই গরিলা করোনা পজিটিভ। মনে করা হচ্ছে, আমেরিকায় তো বটেই, এমনকি বিশ্বেও প্রাইমেটদের (স্তন্যপায়ী পরিবারেরই একটি অংশ) মধ্যে এই প্রথম কোনও প্রাণীর করোনা-আক্রান্ত হওয়ার খবর মিলল।

পার্কের এগজিকিউটিভ ডিরেক্টর (The park’s executive director) লিজা পিটারসন (Lisa Peterson) জানিয়েছেন, আক্রান্ত প্রাণীদের ভিটামিন, ফ্লুইড এবং খাবার (vitamins, fluid and food) দেওয়া হচ্ছে। তবে নির্দিষ্ট কোনও চিকিৎসা এখনও শুরু করা যায়নি। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত গরিলাদের কোয়ারেন্টিনে (quarantine) রাখা হয়েছে। প্রসঙ্গত, আমেরিকায় কোভিড সংক্রমণের কারণে ২০২০-র ডিসেম্বর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল ক্যালিফোর্নিয়ার এই চিড়িয়াখানাটি।

Also Read: হার্ড ইমিউনিটি এখনও ঢের দূরে, জানাল WHO

 

.