আচমকাই বিশ্বজুড়ে ব্যাহত Google-র একাধিক পরিষেবা, বন্ধ জিমেল-ইউটিউব

নেটিজেনদের দাবি, ওই সময়ে ইউটিউব খুললেই বলা হচ্ছিল,"Something went wrong...

Updated By: Dec 14, 2020, 07:20 PM IST
আচমকাই বিশ্বজুড়ে ব্যাহত Google-র একাধিক পরিষেবা, বন্ধ জিমেল-ইউটিউব

নিজস্ব প্রতিবেদন: আচমকাই ব্যাহত হল গুগলের একাধিক পরিষেবা। সোমবার বিকেল ৫টার পর ওই সমস্যা শুরু হয়। এনিয়ে শোরগোল শুরু হয়ে যায় বিশ্বজুড়ে।

আরও পড়ুন-জেল থেকে বেরনোর পর গাড়ি দুর্ঘটনায় মারা যাবেন উত্তরপ্রদেশের মত : সায়ন্তন

অনলাইন পরিষেবার ওপর নজরদারি সংস্থা ডাউন ডিটেক্টর-এর দাবি, গুগল ড্রাইভ, হ্যাং আউট, জিমেইল, গুগল ডক, গুগল প্লে-র পরিষেবা ব্যাহত হয়। ইউটিউবেও একই সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। তবে সংবাদসংস্থা ইউএনআইয়ের খবর, ইউটিউব জানাচ্ছে, ইউটিউব ব্যবহারকারীরা সমস্যায় পড়ছেন জানি। এনিয়ে আপনাদের আমরা শীঘ্রই বিস্তারিত খবর দেব।

আরও পড়ুন-জারি করা হল বিজ্ঞপ্তি, ১ জানুয়ারি থেকে ৩%হারে ডিএ সরকারি কর্মীদের

নেটিজেনদের দাবি, ওই সময়ে ইউটিউব খুললেই বলা হচ্ছিল,"Something went wrong..."। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। তবে সন্ধে ৬টার পর সবকিছু ঠিকঠাক হয়ে যায়।

গুগল সূত্রে সংবাদমাধ্যমের খবর, গুগলের সার্ভারে সমস্যার কারণেই পরিষেবা অতক্ষণ  ব্যাহত হয়।

.