Gonkoken nanoi: চিলিতে মিলল ১ টন ওজনের কয়েক মিটার লম্বা ডাইনোসর! কোথা থেকে এল?
Gonkoken nanoi Dinosaur Fossils: সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত এক গবেষণা। গোনকোকেন ন্যানোই হিসেবে পরিচিত এই ডাইনোসর তৃণভোজী। এরা লম্বায় চার মিটার হত, আর ওজন হত এক টন পর্যন্ত!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার ৭ কোটি ২০ লাখ বছর আগের তৃণভোজী ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পাওয়া গেল। অন্তত তেমনই দাবি করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি সন্ধান পাওয়া চ্যাপ্টা মসৃণ চোয়ালের এই ডাইনোসরের বসবাস ছিল চিলিতে। এদের নাম গোনকোকেন ন্যানোই। সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত গবেষণা। গোনকোকেন ন্যানোই হিসেবে পরিচিত এই ডাইনোসর ছিল তৃণভোজী। এরা লম্বায় চার মিটার হত, ওজন হত এক টন পর্যন্ত!
আরও পড়ুন: Himalayan Glaciers: ধেয়ে আসছে ভয়ংকর প্লাবন! দ্রুত গতিতে গলছে হিমালয়ের হিমবাহ...
প্রায় ১০ বছর ধরে চলা গবেষণার পর এই আবিষ্কারের কথা জানালেন বিজ্ঞানীরা। চিলির আন্টার্কটিক ইনস্টিটিউট পরিচালিত গবেষণা চলাকালীন ২০১৩ সালে একটি ন্যাশনাল পার্কের কাছে হলুদাভ কিছু হাড়ের ভগ্নাংশ পাওয়া গিয়েছিল।
এর পরের ধাপের কাজ ছিল জীবাশ্মবিদদের। উদ্ধার হওয়ার হাড়গুলো নতুন প্রজাতির, নাকি আগেই সন্ধান পাওয়া পুরনো পরিচিত কোনও প্রজাতির ডাইনোসরের, সেটা নিশ্চিত করেন তাঁরা।
গবেষণাপত্রের অন্যতম লেখক আলেক্সান্ডার ভারগাস বলেন, গোনকোকেন ন্যানোই হাঁসের মুখের মতো চ্যাপ্টা মসৃণ চোয়ালের ডাইনোসর। তবে তারা তত অগ্রসর প্রজাতির ডাইনোসর নয়। বরং পুরনো প্রজাতিরই, যারা বংশপরম্পরায় বিবর্তনের মাধ্যমে অগ্রসর প্রজাতিতে পরিণত হয়েছে।
আরও পড়ুন: Planet-Like Object: সূর্যের চেয়েও উত্তাপ বেশি! কোথা থেকে এল এই গ্রহ?
এ গবেষণাপত্রে জানানো হয়েছে, প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন, দক্ষিণ আমেরিকায় পাওয়া যেত এমন একই প্রজাতিরই তৃণভোজী ডাইনোসর হবে হয়তো। কিন্তু যতই গবেষণা এগোতে থাকে, ততই তাঁরা বুঝতে পারেন, এটা একেবারেই নতুন প্রজাতি।