Asteroid 2022 RA5: পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু! গতি শুনলে মাথা ঘুরে যাবে!

Asteroid 2022 RA5: কিছু দিন আগেই নাসা তার ডার্ট মিশনে সাফল্য লাভ করেছে। ডার্ট হল-- পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুকে ধাক্কা মেরে তার গতিপথ থেকে সরিয়ে দেওয়া। এ ক্ষেত্রে সেই কাজটি কি সফল ভাবে করা সম্ভব হবে?

Updated By: Oct 12, 2022, 12:24 PM IST
Asteroid 2022 RA5: পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু! গতি শুনলে মাথা ঘুরে যাবে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাসা জানিয়েছে, পৃথিবীর দিকে আজই, বুধবার ধেয়ে আসছে একটি বিশাল গ্রহাণু! আমাদের মহাকাশ নানা মাহাজাগতিক বস্তুতে পরিপূর্ণ। তাদেরই মধ্যে কয়েকটিকে চিহ্নিত করা সম্ভব হয়। এদের পোশাকি ভাষা অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েড হল পাথুরে এক মহাজাগতিক বস্তুখণ্ড, যা এই মহাবিশ্ব তৈরি হয়ে ওঠার সময়ে উদ্বৃত্ত হয়েছিল এবং তখন থেকেই বিপুল এই ব্রহ্মাণ্ডের এদিকে-ওদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সদা গতিশীল এই বস্তুখণ্ডগুলি ঘুরতে ঘুরতে কখনও কখনও কোনও না কোনও গ্রহের আকর্ষণে পড়ে যায়। যখন তারা পৃথিবীর বলয়ের মধ্যে পড়ে তখন পৃথিবীর দিকে ছুটে আসে। 

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

অধিকাংশ  অ্যাস্টেরয়েড পাওয়া যায় মঙ্গল ও বৃহস্পতির মধ্যে। বহু আলোকবর্ষ দূরে থাকলেও কখনও এদের কোনও কোনওটি পৃথিবীর দিকে ছুটে আসে। সেই ভাবেই নাসা জানিয়েছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এরকমই এক গ্রহাণু! 

আরও পড়ুন: Aliens on Earth: আর রহস্য নয়! কয়েকমাস পরেই পৃথিবীতে নামছে এলিয়েনরা; জেনে নিন কবে...

নাসা এর নাম দিয়েছে অ্যাস্টেরয়েড ২০২২ আরএ৫। নাসা জানিয়েছে, এটি ১২০ ফুট লম্বা। আজই এটি পৃথিবীর সব চেয়ে কাছাকাছি আসবে। এর গতি শুনলে মাথা ঘুরে যাবে! প্রতি ঘণ্টায় ১৮,২৫২ কিলোমিটার! প্রায় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের মতো গতি!নাসার একটি সেল আছে, প্ল্যানেটরি ডিফেন্স কো-অর্ডিনেশন অফিস, যাদের কাজ হল এই 'নিয়ার-আর্থ অবজেক্ট' নিয়ে গবেষণা করা, এগুলির উপর নজর রাখা ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। তারা বলছে, এই ধরনের মহাজাগতিক বস্তুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের আশঙ্কা বেশ কমই। যদি কোনও ভাবে তারা পৃথিবীর ৮০ লক্ষ কিলোমিটারের মধ্যে চলে আসে। অ্যাস্টেরয়েড ২০২২ আরএ৫ নামক এই গ্রহাণুটি আজ, ১২ অক্টোবর অন্তত ৫০ লক্ষ কিলোমিটারের মধ্যে চলে আসছে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। ভয়টা সে জন্যই।     

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.