জেলেই গেলেন গোলাম আজম

যুদ্ধাপরাধী গোলাম আজমের ঠাঁই হল জেলে।

Updated By: Jan 11, 2012, 04:57 PM IST

যুদ্ধাপরাধী গোলাম আজমের ঠাঁই হল জেলে। বুধবার সকালে জামাত নেতা আজমের জামিনের আবেদন নাকচ করে দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। কড়া নিরাপত্তায় এদিন দুপুরে তাঁকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়। প্রাক্তন জামাত-ই-ইসলামি নেতার বিরুদ্ধে অভিযোগের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় পাক সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আজমের বিরুদ্ধে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আজম। বুধবার তাঁর আবেদন নাকচ করে ট্রাইবুনাল।

.