মিনি সাইক্লোন পাকিস্তানে প্রাণ কাড়ল ৪৫ জনের, আহত অন্তত ২০০
এবার প্রকৃতির রোষানলে পাকিস্তান। রবিবার হঠাৎ আসা 'মিনি-সাইক্লোন' প্রাণ কাড়ল অন্তত ৪৫ জনের। আহত দুই শতাধিক।
ওয়েব ডেস্ক: এবার প্রকৃতির রোষানলে পাকিস্তান। রবিবার হঠাৎ আসা 'মিনি-সাইক্লোন' প্রাণ কাড়ল অন্তত ৪৫ জনের। আহত দুই শতাধিক।
পেশোয়াররে এই সাইক্লোনে উপড়ে গেছে গাছ, ভেঙে পড়েছে পাওয়াল পোল, উড়ে গেছে বাড়ির ছাদ। উদ্ধারকার্যের জন্য ইতিমধ্যেই সেনা বাহিনী সাইক্লোন বিধ্বস্ত অঞ্চলে পৌঁছে গেছে।
''এই অঞ্চলের এই ধরণের ভয়াবহ ঝড় আগে কোনওদিন আমরা দেখিনি।'' জানিয়েছেন পেশোয়ারের আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনেরাল মুস্তাক শাহ।
ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগের এই ভয়াবহ ঝড়ে তছনচ হয়ে গেছে পেশোয়ারের একাংশ।
রবিবার গভীর রাতে এই ঝড়ের পরেই শুরু হয় মুষল ধারায় বৃষ্টি। সমগ্র অঞ্চলটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ টেলিকম্যুনিকেশন সার্ভিস। ব্যপকহারে ক্ষতিগ্রস্থ ফসল।
আহতরা মূলত পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি।
খারাপ আবহাওয়ার জন্য পাক উদ্ধারকারী দল ভূমিকম্প বিদ্ধস্ত নেপালে পৌঁছাতে পারেনি। বাতিল হয়েছে দু'টি উড়ান।