France: স্থায়ী সদস্যপদ ত্যাগ করবে না France, টুইট সরকারের
France-এর এক মুখপাত্র জানিয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে এই বক্তব্য অস্বীকার করছেন।
নিজস্ব প্রতিবেদন: বুধবার ফ্রান্স জানিয়েছে তারা কোনোভাবেই UN Security Council-এ নিজেদের স্থায়ী সদস্যপদ ত্যাগ করবেনা। ব্রিটেনের একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরোধিতা করে এই বিবৃতি দিয়েছে ফ্রান্স। France-এর সরকারের টুইটারে এই বিবৃতি প্ৰকাশ পেয়েছে।
Contrairement aux affirmations du tabloïd anglais Daily Telegraph relayées ce matin, non, la France n’a pas proposé de laisser son siège au Conseil de sécurité des Nations unies. Il est à la France et le restera.
— Élysée (@Elysee) September 22, 2021
ব্রিটেনের একটি দৈনিকে প্রকাশিত খবরে দেখা যায় UN Security Council-এ ফ্রান্স তার স্থায়ী সদস্যপদ ছাড়তে চলেছে European Union-এর জন্য। তারা আরও জানায় এর পরিবর্তে European Union-এর কাছে এর পরিবর্তে তারা European Union-এর সৈন্যবাহিনী সৃষ্টির বিষয়ে সমর্থন দাবি করেছে। France-এর এক মুখপাত্র জানিয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে এই বক্তব্য অস্বীকার করছেন। UN Security Council-এ তাদের সদস্যপদ যেরম আছে সেরকমই থাকবে। তিনি আরও জানিয়েছেন European Union-এর সাথে তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করে সবরকম সহযোগিতা করবে France।
আরও পড়ুন: Modi-Biden Meet: মোদী-বাইডেন সাক্ষাতে আয়োজক Kamala Harris, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতে জোর
কিছুদিন আগেই Australia আকস্মিকভাবে France-এর সঙ্গে তার চুক্তি বাতিল করে আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে চুক্তি করে। এর পরেই France আরও জোর দিয়ে European Union-এর সৈন্যবাহিনী গঠনের দাবি জানাচ্ছে। UN Security Council-এর ৫টি স্থায়ী সদস্যের মধ্যে একটি France। বাকি ৪টি দেশ হল ব্রিটেন, চিন, রাশিয়া এবং আমেরিকা। ব্রেক্সিটের পরে European Union-এর সদস্যভুক্ত দেশ হিসেবে একমাত্র France রয়েছে UN Security Council-এ। UN General Assembly-র ৭৬তম অধিবেশন শুরু হয়েছে ১৪ সেপ্টেম্বর।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)