France Bastille Day: বাস্তিল দুর্গের পতনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা পেল নিপীড়িত সাধারণের অধিকার
স্বৈরতন্ত্রের প্রতীক ছিল বাস্তিল দুর্গ। জনসাধারণ এই স্বৈরতন্ত্রের অবসান চেয়েছিল। তারা নিজেদের লক্ষ্যে সফল ছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্রান্সের ইতিহাস তথা বিশ্বের ইতিহাসে বাস্তিল দুর্গের পতন এক বিশেষ ঘটনা। ১৭৮৯ সালের আজকের দিনে, অর্থাৎ, ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতন হয়। ফরাসি বিপ্লবের তুঙ্গবিন্দু এই বাস্তিল-পতন।
বুরবো রাজবংশের স্বৈরতন্ত্রের প্রতীক এই বাস্তিল দুর্গ। জনসাধারণ এই স্বৈরতন্ত্রের অবসান চেয়েছিলেন। কেননা, ফ্রান্সের মোট সম্পত্তির ৯৫ শতাংশই তখন সীমাবদ্ধ ছিল মোট জনগণের ৫ শতাংশের মধ্যে। আর কর দিতে হত বাকি ৯৫ শতাংশ সাধারণ মানুষকে। ফলে, বিপুল সংখ্যক মানুষের দারিদ্র্যের শেষ ছিল না, শেষ ছিল না নির্যাতন ও নিপীড়নেরও। তাঁরাই রুখে দাঁড়িয়ে অবসান ঘটালেন এই কালোদিনের।
উত্তেজিত সাধারণ মানুষ বাস্তিল দুর্গের চারপাশে জড়ো হন। তাঁরা দুর্গের অস্ত্রাগারে ঢুকে অস্ত্রশস্ত্র কেড়ে নেন। যাঁরা বন্দী ছিলেন দুর্গে তাঁদের মুক্ত করে দেন। আর এই ভাবেই ফরাসি বিপ্লব পরিণতি পায়। দিনটি ফরাসি দেশের ইতিহাসে বিশেষ দিন। ১৮৮০ সালের জুলাই মাসেই দিনটি সে দেশে জাতীয় ছুটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: Dying Illegal: আজব দুনিয়া! মরলেও 'কেস' খেতে হয় যেখানে...