বিশ্বে খাদ্যসঙ্কটের ভ্রূকুটি

বিশ্ববাসীর খাদ্যসঙ্কট আসন্ন? রাষ্ট্রসংঘের সাম্প্রতিক রিপোর্ট এমনই ইঙ্গিত দিচ্ছে। ওই রিপোর্ট অনুযায়ী, বিশ্বে জনসংখ্যা হু-হু করে বাড়ছে। ফলে পর্যাপ্ত খাদ্যের অভাব দেখা দিচ্ছে। খাদ্যের সঙ্গেই অভাব দেখা দিচ্ছে জল ও শক্তির।

Updated By: Jan 31, 2012, 05:20 PM IST

বিশ্ববাসীর খাদ্যসঙ্কট আসন্ন? রাষ্ট্রসংঘের সাম্প্রতিক রিপোর্ট এমনই ইঙ্গিত দিচ্ছে। ওই রিপোর্ট অনুযায়ী, বিশ্বে জনসংখ্যা হু-হু করে বাড়ছে। ফলে পর্যাপ্ত খাদ্যের অভাব দেখা দিচ্ছে। খাদ্যের সঙ্গেই অভাব দেখা দিচ্ছে জল ও শক্তির।
এইরকম চলতে থাকলে বিশ্বে খুব শীঘ্রই দারিদ্রের সংখ্যা ৩ বিলিয়ন (৩০০ কোটি) ছুঁয়ে যাবে। বর্তমানে বিশ্বে জনসংখ্যা ৭ বিলিয়ন (৭০০ কোটি)। জনসংখ্যা যে হারে বাড়ছে তাতে, ২০৪০-এর মধ্যে এই সংখ্যাটা ৯ বিলিয়ন (৯০০ কোটি) হয়ে যাবে। এবং আগামী ২০ বছরে বিশ্বে মধ্যবিত্তের সংখ্যাটাও বেড়ে ৩ বিলিয়ন (৩০০ কোটি) হয়ে যাবে বলেও জানিয়েছে রাষ্ট্রসংঘ।
ফলে এত মানুষের খাদ্য সংস্থান কী ভাবে হবে, তা নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ। রিপোর্টে বলা হয়েছে, ২০৩০-এ মধ্যে বিশ্বের প্রয়োজন আরও ৫০ শতাংশ খাদ্য, ৪৫ শতাংশ শক্তি ও ৩০ শতাংশ জল। না হলে, প্রায় ৩ বিলিয়ন (৩০০ কোটি) মানুষ প্রবল দারিদ্রের সম্মুখীন হবে। এই সমূহ সমস্যা থেকে বাঁচতে বিশ্ব অর্থনীতির সংস্কার দরকার বলেও মনে করছে রাষ্ট্রসংঘ।

.