মার্কিন যুক্তরাষ্ট্রে খুলল দেশের প্রথম গাঁজা ক্যাফে

ক্যাফের প্রধান সেফ অ্যান্ড্রিয়া ড্রুমার জানিয়েছেন, খাবার সঙ্গে গাঁজা সেবন করা যাবে না। তা করতে হবে আলাদা ভাবে

Updated By: Oct 8, 2019, 02:54 PM IST
মার্কিন যুক্তরাষ্ট্রে খুলল দেশের প্রথম গাঁজা ক্যাফে

নিজস্ব প্রতিবেদন: আইনত বাধা নেই। এবার ক্যাফেতে বসেই খাওয়া যাবে গাঁজা। মার্কিন যুক্তরাষ্ট্রে খুলে গেল প্রথম গাঁজা ক্যাফে। লোয়েল ফার্মস: অ্যা ক্যানাবিজ ক্যাফে নামে লস অ্যাঞ্জেলেসের ওই ক্যাফেতে মিলবে পছন্দ মতো খাবার, সঙ্গে গাঁজা।

আরও পড়ুন-মোদী ভারতের বিবিধতা বোঝেন না, বোঝেন শুধু হিন্দুত্ব: অমর্ত্য সেন

চিকিত্সা ক্ষেত্রে গাঁজার ব্যবহারের অনুমতি থাকলেও ক্যাফে বানিয়ে মারিজুয়ানা সেবন নিষিদ্ধ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ প্রদেশে। তবে এবার সেই নিয়ম ভাঙল ওয়েস্ট হলিউড।

সংবাদসংস্থার খবর, মোট ৮ জনকে এখনও পর্যন্ত গাঁজা ক্যাফের লাইসেন্স দিয়েছে ওয়েস্ট হলিউড প্রশাসন। আবেদন পড়েছিল ৩০০। প্রথম লাইসেন্স পেল লোয়েল ফার্মস।

গাঁজা সেবনকারীদের জন্য বানানো হয়েছে বিশেষ খাবারদাবার। তবে ক্যাফের প্রধান সেফ অ্যান্ড্রিয়া ড্রুমার জানিয়েছেন, খাবার সঙ্গে গাঁজা সেবন করা যাবে না। তা করতে হবে আলাদা ভাবে।

আরও পড়ুন-বিজয়া দশমী কোন 'বিজয়'কে চিহ্নিত করে? জেনে নিন আজকের দিনের তাত্পর্য

ক্যাফের তরফে জানানো হয়েছে, পাইপ অথবা হুঁকার সাহায্যে গাঁজা খাওয়া যাবে। ৫৯০০ স্কোয়ার ফিটের বিশাল ক্যাফে চত্বরে থাকবে স্মোকিং ও নন-স্মোকিং জোন।

.