ফেসবুক শিক্ষিত হতে চালু হল স্কুল, পাশ করলে মিলবে ডিগ্রি, পিএইচডি
স্কুলের নাম `লার্নিং ফেসবুক অ্যান্ড সোশ্যাল ওয়ার্ল্ড` । এক বছর মাথার ঘাম পায়ে ফেলে পাশ করতে পারলে তবে মিলবে ডিগ্রি। ডিগ্রির নাম `বিএফ`-ব্যাচেলার অফ ফেসবুক। এমনই এক স্কুল চালু হল ডেনমার্কের এক শহরে। তবে শুধু ফেসবুক নয়, ফেসবুকের পাশাপাশি টুইটার, ইনস্টাগ্রামের মত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেখানো হবে এই স্কুলে।
স্কুলের নাম `লার্নিং ফেসবুক অ্যান্ড সোশ্যাল ওয়ার্ল্ড` । এক বছর মাথার ঘাম পায়ে ফেলে পাশ করতে পারলে তবে মিলবে ডিগ্রি। ডিগ্রির নাম `বিএফ`-ব্যাচেলার অফ ফেসবুক। এমনই এক স্কুল চালু হল ডেনমার্কের এক শহরে। তবে শুধু ফেসবুক নয়, ফেসবুকের পাশাপাশি টুইটার, ইনস্টাগ্রামের মত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেখানো হবে এই স্কুলে।
স্কুলের মালিক জানালেন, `গোটা বিশ্বে যেভাবে ফেসবুক ছড়িয়ে পড়ছে, তাতে এখন আপনাকে ফেসবুকে থাকতেই হবে। ফেসবুক এখন শুধু বন্ধু -বান্ধব-আত্মীয়দের সঙ্গে য়োগাযোগ রাখার মাধ্যমই নয়, গোটা বিশ্বের জানলাও । কিন্তু অনেকেই আছেন যারা সেভাবে ফেসবুকটা বুঝতে পারেন না। তা ছাড়া এমন অনেক কিছু জিনিস আছে যা ঠিক মত জানা থাকলে ফেসবুক ব্যবহার করলে আপনি নিজেকে আরও জনপ্রিয় করতে পারবেন, আপনার গুণ, আপনার প্রোডাক্টের গুণ আরও ভালভাবে তুলে ধরতে পারবেন। তাই এরকম একটা স্কুল খোলার কথা ভাবলাম। `
স্কুলের সময়টা অফিস টাইমের পর রাখা হয়েছে। এই স্কুলে ভর্তি হয়েছেন আট থেকে আশি-র ফেসবুক ভক্তরা। এক বছর স্কুলে কোর্সের পর মিলবে ডিগ্রি। এরপর চাইলে আপনি করতে পারেন পিইচডি-ও। তাহলে আর কি তৈরি হয়ে নিন ডক্টরেট অফ ফেসবুক হতে।