জালে ধরা এইয়া বড় হাঙর দেখার হিড়িক, তবু ভাগ্য সেই তিমিরেই জেলের

চিনের এক জেলের 'ভাগ্য জালে' ধরা পড়ল অতিকায় হাঙর। প্রায় দু টনের এই হাঙরকে ফিসিং ক্যাপটেন চাই চেংহু ট্রাকে করে বাজারে নিয়ে আসেন। যদিও তাঁর এই হাঙর ধরা চিনের প্রাণী সুরক্ষা আইনে বেআইনি ধার্য করা হলে তিনি এই আইন সম্বন্ধে জানেন না বলে দাবি করেন।

Updated By: Aug 4, 2014, 03:02 PM IST
জালে ধরা এইয়া বড় হাঙর দেখার হিড়িক, তবু ভাগ্য সেই তিমিরেই জেলের

চিন: চিনের এক জেলের 'ভাগ্য জালে' ধরা পড়ল অতিকায় হাঙর। প্রায় দু টনের এই হাঙরকে ফিসিং ক্যাপটেন চাই চেংহু ট্রাকে করে বাজারে নিয়ে আসেন। যদিও তাঁর এই হাঙর ধরা চিনের প্রাণী সুরক্ষা আইনে বেআইনি ধার্য করা হলে তিনি এই আইন সম্বন্ধে জানেন না বলে দাবি করেন।

ট্রাকে করে বিশাল এই প্রাণীকে নিয়ে আসা ছবি টুইটারে প্রকাশ হওয়ার পর চিনে হিড়িক পরে যায় হাঙরটিকে দেখার জন্য। এক বেসরকারি নিউজ চ্যানেলে চেংহু জানান, 'জালের মাছ খাবার জন্য আটকে পড়ে বিশাল প্রাণীটি। অনেক চেষ্টা করেছিল জাল থেকে বেরনোর জন্য। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মারা যায়।'

চাই চেংহুরা ঠিক করেন বাজারে ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকায় বিক্রি করবেন। কিন্তু চিন সরকার তাঁদের বিক্রি করাকে বেআইনি ঘোষণা করে। এই প্রজাতির হাঙর সবথেকে বড় হয় ও প্রায় একশো বছর বাঁচতে পারে।

.