পর্যটকের ক্যামেরা ছিনিয়ে 'এলফি' তুলল হাতি
ওর অনেক শখ ছিল হাতির সঙ্গে দাঁড়িয়ে সেলি তুলল। কিন্তু হল ঠিক উল্টো। ওর ক্যামেরা ছিনিয়ে নিয়ে হাতি নিজেই সেলফি থুড়ি এলফি তুলে বসল। ঘটনাটা ঘটেছে তাইল্যান্ডের এক পার্কে।
Updated By: May 22, 2015, 03:52 PM IST
ওয়েব ডেস্ক: ওর অনেক শখ ছিল হাতির সঙ্গে দাঁড়িয়ে সেলি তুলল। কিন্তু হল ঠিক উল্টো। ওর ক্যামেরা ছিনিয়ে নিয়ে হাতি নিজেই সেলফি থুড়ি এলফি তুলে বসল। ঘটনাটা ঘটেছে তাইল্যান্ডের এক পার্কে।
২২ বছরের কানাডিয়ান পর্যটকের সঙ্গে। ইনস্টাগ্রামে 'এলফি' ছবি পোস্ট করে ক্রিশ্চিয়ান লিখেছে, দারুণ একটা মজার ব্যাপার। তুলতে গিয়েছিলেন হাতির সঙ্গে সেলফি, আর শেষ অবধি হল ঠিক উল্টো। ক্যামেরাটা নিয়ে ওই হাতিটা যেভাবে পারফেক্ট ছবিটা তুলল তাতে মনে হল ও হচ্ছে ইনবর্ন ক্যামেরাম্যান।
এলফি-র ছবি নিয়ে এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রীতিমত হুড়হুড়ি পড়ে গিয়েছে।