Bangladesh: হাসিনার সঙ্গে বৈঠক জয়শঙ্করের, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ মোদীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের আগে ভারতে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। এ কে আব্দুল মোমেনকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান জয়শঙ্কর। 

Updated By: Apr 29, 2022, 11:34 AM IST
Bangladesh: হাসিনার সঙ্গে বৈঠক জয়শঙ্করের, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ মোদীর

নিজস্ব প্রতিবেদন: ভারত এবং বাংলাদেশের মধ্যে সংযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ড. শেখ হাসিনা। বৃহস্পতিবার তারা জানিয়েছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে।

জয়শঙ্করের সঙ্গে কথোপকথনে হাসিনা বলেন, "কানেকটিভিটি বাড়ানো হলে ভারতের উত্তর-পূর্বের আসাম ও ত্রিপুরার মত রাজ্যগুলি চট্টগ্রাম সমুদ্রবন্দরে প্রবেশ করতে পারবে।"

চট্টগ্রাম বন্দর অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এই বন্দর অবস্থিত। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির কাছাকাছি অবস্থিত হওয়ায় এই বন্দরের সাহায্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ২০১০ সালে ভারত ও বাংলাদেশ একটি মৌ স্বাক্ষর করে। এর মাধ্যমে ভারত থেকে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

২০১৮ সালে, বাংলাদেশ মন্ত্রিসভা প্রস্তাবিত চুক্তিটি অনুমোদন করে। জয়শঙ্কর বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

শুক্রবার জয়শঙ্করের দুই দিনের বাংলাদেশ সফর শেষ হচ্ছে। বৈঠকে পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে মতামত বিনিময় করেন তারা। জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই বছরের শেষে ভারত সফরের আমন্ত্রণ জানাও হয়েছে তাঁকে। জয়শঙ্কর বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গেও দেখা করেন।

আরও পড়ুন: Mona Lisa: প্রতি রাতে 'মোনালিসা'র সঙ্গে যৌনতায় লিপ্ত হন এই শিল্পী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের আগে ভারতে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। এ কে আব্দুল মোমেনকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান জয়শঙ্কর। 

যৌথ সাংবাদিক সম্মেলনে জয়শঙ্কর আন্তঃসীমান্ত বাস পুনরায় চালু করার কথাও ঘোষণাও করেছেন। উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের মার্চ মাসের পর থেকে জয়শঙ্করের এটাই প্রথম বাংলাদেশ সফর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.