ভারতের জাতীয় পতাকার রঙে আলোকিত হয়ে উঠল দুবাইয়ের বুর্জ খালিফা!(দেখুন ভিডিও)
রাত পোহালেই ভারতে পালিত হবে ৬৮তম প্রজাতন্ত্র দিবস। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বিল্ডিং ইতিমধ্যেই ভারতের পতাকার রঙে সেজে উঠেছে। কোথাও রং করা হয়েছে, আবার কোথাও আলোর রোশনাইয়ে ফুটে উঠেছে ভারতের জাতীয় পতাকা। কিন্তু, যে বিষয়টি সকলকে তাক লাগিয়ে দিয়েছে তা হল বিশ্বের উচ্চতম বিল্ডিং দুবাইয়ের বুর্জ খালিফা ভারতীয় পতাকার রঙে আলোকিত হয়ে ওঠা।
ওয়েব ডেস্ক : রাত পোহালেই ভারতে পালিত হবে ৬৮তম প্রজাতন্ত্র দিবস। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বিল্ডিং ইতিমধ্যেই ভারতের পতাকার রঙে সেজে উঠেছে। কোথাও রং করা হয়েছে, আবার কোথাও আলোর রোশনাইয়ে ফুটে উঠেছে ভারতের জাতীয় পতাকা। কিন্তু, যে বিষয়টি সকলকে তাক লাগিয়ে দিয়েছে তা হল বিশ্বের উচ্চতম বিল্ডিং দুবাইয়ের বুর্জ খালিফা ভারতীয় পতাকার রঙে আলোকিত হয়ে ওঠা।
আরও পড়ুন- নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন রাষ্ট্রপতির
আগামিকাল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহান। ২০১৫-য় মোদীর আমিরশাহি সফরের সময়ই দু’দেশের সম্পর্কে নতুন উষ্ণতা তৈরি করেছিল। তার পরই সেদেশের যুবরাজকে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে আসার আমন্ত্রণ জানায় ভারত।
আরও পড়ুন- পাঁচ রাজ্যে ভোটের আগে গ্রাম ভারতের ক্ষতে মলম লাগাতে সচেষ্ট মোদী সরকার
ভারত সরকারের বিদেশ দফতরের পক্ষ থেকে আজ একটি টুইটে বুর্জ খালিফার সেই ছবি প্রকাশ করা হয়েছে।
#WATCH Dubai's #BurjKhalifa lit up in colours of the Indian Flag on #RepublicDay eve pic.twitter.com/QlxTUUIYQh
— ANI (@ANI_news) January 25, 2017