মদ্যপ অবস্থায় বিমান হাইজ্যাক করতে গিয়ে গ্রেফতার এক ব্যক্তি

একটি ভার্জিন ব্লু প্যাসেঞ্জার বিমান হাইজ্যাক করার চেষ্টার অভিযোগে বালি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। বালি থেকে ব্রিসবেন যাচ্ছিল বিমানটি। যাওয়ার পথে হঠাত্ই জোর করে বিমানের ককপিটে ঢুকে পড়তে যায় ওই ব্যক্তি। এরপরই ইন্দোনেশিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।

Updated By: Apr 25, 2014, 03:31 PM IST

একটি ভার্জিন ব্লু প্যাসেঞ্জার বিমান হাইজ্যাক করার চেষ্টার অভিযোগে বালি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। বালি থেকে ব্রিসবেন যাচ্ছিল বিমানটি। যাওয়ার পথে হঠাত্ই জোর করে বিমানের ককপিটে ঢুকে পড়তে যায় ওই ব্যক্তি। এরপরই ইন্দোনেশিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।

ইন্দোনেশিয়ার বায়ুসেনা মুখপাত্র হাদি জাজানতো সংবাদমাধ্যমকে এই খবর দেন। অভিযুক্ত যাত্রী মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানা গিয়েছে। যদিও ভার্জিন অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এটা কোনও হাইজ্যাকের ঘটনা নয়। পুরোটাই ভুল বোঝাবুঝি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইন্দোনেশিয়ার বালি বিমান বন্দরে।

.