Dr Kamal Ranadive: ডুডলের মাধ্যমে ভারতীয় সেল বায়োলজিস্টকে শ্রদ্ধা জানাল গুগল

ক্যানসারের ক্ষেত্রে তাঁর গবেষণা যুগান্তকারী।

Updated By: Nov 8, 2021, 12:52 PM IST
Dr Kamal Ranadive: ডুডলের মাধ্যমে ভারতীয় সেল বায়োলজিস্টকে শ্রদ্ধা জানাল গুগল

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় কোষবিজ্ঞানী ড. কমল রনদিভেকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাল গুগল। 

আজ, ৮ নভেম্বর কমল রনদিভের ১০৪তম জন্মদিবস। তিনি ভারতের এক বিশিষ্ট সেল বায়োলজিস্ট। ক্যানসারের ক্ষেত্রে তাঁর গবেষণা সুদূরপ্রসারী ফল দিয়েছে। তিনিই প্রথম বিজ্ঞানী যিনি স্তন ক্যানসারের সঙ্গে হেরিডিটির সংযোগ তুলে ধরেন। কুষ্ঠের ক্ষেত্রেও তাঁর জরুরি গবেষণা রয়েছে।

আরও পড়ুন: Ancient Ring: হ্যাংওভার কাটাতে ব্যবহার করা হত আংটি! ভাঁটিখানা খুঁড়ে পেলেন গবেষকেরা

পুণেতে ১৯১৭ সালে কমলের জন্ম। তিনি কোষবিদ্যায় ডক্টরেট অর্জন করেছিলেন। তাঁর পড়াশোনা মার্কিন দেশেই। তবে কাজ স্বদেশে। কমল প্রথম ভারতীয় যিনি দেশে টিসু কালচার ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৭৩ সালে তিনি ১১ জন সহকর্মীকে সঙ্গে নিয়ে 'ইন্ডিয়ান উওমেন সায়েন্টিস্টস অ্যাসোসিয়েশন' প্রতিষ্ঠা করেন। বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে মেয়েদের পরিসরকে আরও বৃহৎ করাই ছিল তাঁর এই কাজের লক্ষ্য। 

এ হেন এক ব্যক্তিত্বকেই শ্রদ্ধা জানাল এই গ্লোবাল সার্চ ইঞ্জিন। গুগল জানিয়েছে, রনদিভের ডুডলটি এঁকেছেন ভারতীয় শিল্পী ইব্রাহিম রেইন্তাকাথ।  

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Arctic: দ্রুত গলছে বরফ; সুতোর উপর ঝুলছে জীবন

.