ফিলিপাইনসে ফেরি দুর্ঘটনায় মৃত অন্তত ৩৪
ফিলিপাইনসে ফেরি দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৩৪ জন। বৃহস্পতিবার ১৭৩ জনকে নিয়ে মধ্য ফিলিপাইনসের উপকূল দিয়ে যাওয়ার সময় শক্তিশালী ঢেউয়ের সম্মুখীন হয়ে ডুবে যায় ফেরিটি।
ওয়েব ডেস্ক: ফিলিপাইনসে ফেরি দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৩৪ জন। বৃহস্পতিবার ১৭৩ জনকে নিয়ে মধ্য ফিলিপাইনসের উপকূল দিয়ে যাওয়ার সময় শক্তিশালী ঢেউয়ের সম্মুখীন হয়ে ডুবে যায় ফেরিটি।
বৃহস্পতিবার সন্ধের মধ্যে ১১৮ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সরকারি এবং বেসরকারি নৌযান গুলি এখনও নিখোঁজ ২১ জনের সন্ধানে তল্লাসি চালাচ্ছে।
কিম নিরভানা নামের কাঠের তরীটি ওরমোক শহর থেকে যাত্রীদের নিয়ে ক্যামোটেস দ্বীপের ছোট্ট শহর পিলারের দিকে যাচ্ছিল। দুপুরের দিকে শক্তিশালী ঢেউইয়ের সামনে পরে ফেরিটি আর ভারসাম্য রাখতে পারেনি।
৭০০০ বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে তৈরি ফিলিপাইনস অত্যন্ত অসুরক্ষিত ফেরি ব্যবস্থা প্রচলিত।