ভারত-চিন তিক্ততার মাঝেই বেজিংয়ে দোভাল-জিয়েচি বৈঠক

Updated By: Jul 27, 2017, 10:41 PM IST
ভারত-চিন তিক্ততার মাঝেই বেজিংয়ে দোভাল-জিয়েচি বৈঠক

ওয়েব ডেস্ক: সীমান্ত-বিতর্ক। আক্রমণ-প্রতি আক্রমণ। ভারত-চিন সম্পর্কে তিক্ততার পারদ চড়ার মাঝেই আলোচনার টেবিলে বসল দুই দেশ। উত্তেজনা প্রশমনের বার্তা দেওয়া হল। বেজিংয়ে ব্রিকস গোষ্ঠীর বৈঠকের ফাঁকে একপ্রস্থ আলোচনা সেরে নিলেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চিনের নিরাপত্তা উপদেষ্টা ইয়াং জিয়েচি।

মাসখানেক ধরেই ডোকা লা নিয়ে ভারত ও চিনের মধ্যে উত্তেজনা বাড়ছে। রীতিমতো সম্মুখসমরে দুই দেশ। ভারত-চিন-ভুটান সীমান্তে ডোকালায় এখনও মুখোমুখি দাঁড়িয়ে ভারতীয় ও চিনা সেনা। উত্তেজনা কমার লক্ষণ নেই। দিল্লি কূটনৈতিক পথে সমাধানের কথা বললেও ভ্রূক্ষেপ নেই বেজিংয়ের। তাদের অভিযোগ, ভারতীয় সেনা সীমান্ত পেরিয়ে চিনা সেনার রাস্তা তৈরির কাজে বাধা দিচ্ছে। এই অবস্থায় বেজিংয়ের মাটিতেই মুখোমুখি ডোভাল-জিয়েচি। তবে ঠিক কী কী বিষয়ে কথা হয়েছে তা নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। (আরও পড়ুন- "কমরেডস, ধর্ম ছাড়ুন নাহলে শাস্তি পেতে প্রস্তুত হোন", বার্তা চিনা কমিউনিস্ট পার্টির)

.