আমূল পরিবর্তন দেখবে বিশ্ব, 'ঐতিহাসিক চুক্তি' স্বাক্ষর করে বললেন কিম
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাতের পর বেশ খোজ মেজাজে দেখা গেল কিম জং উন-কে। ট্রাম্পের সঙ্গে করমর্দন করার সময় কিম বলেন, “আপনার সঙ্গে সাক্ষাত্ করে ভীষণ খুশি হলাম।”
নিজস্ব প্রতিবেদন: নব্বিই মিনিট আলোচনার পর গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করলেন ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন। এই চুক্তির বিষয়বস্তু এখনও পর্যন্ত জানা যায়নি। তবে, বিশ্বের কাছে কিম জানিয়েছেন, এই বৈঠক আমূল পরিবর্তন দু’দেশের সম্পর্ককে। সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে।” জানা গিয়েছে এই চুক্তি স্বাক্ষর এদিনের পরিকল্পনামাফিক হয়নি। দুই রাষ্ট্রনেতার মধ্যে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর হোয়াইট হাউজে কিমকে আমন্ত্রণও জানালেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন- বিনিদ্র রাত কাটালেন 'কিম কর্তব্যবিমূঢ়' মুন
প্রথম মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন। আর প্রথম দর্শনেই ইতিবাচক বৈঠকের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই রাষ্ট্রপ্রধানের করমর্দন পর্ব শেষ হতেই ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, “এই ঐতিহাসিক বৈঠক সফল হবেই। দারুণ বোঝাপড়ার মধ্যে দিয়ে এই বৈঠক এগিয়ে নিয়ে যাব আমরা।” মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাতের পর বেশ খোজ মেজাজে দেখা গেল কিম জং উন-কে। ট্রাম্পের সঙ্গে করমর্দন করার সময় কিম বলেন, “আপনার সঙ্গে সাক্ষাত্ করে ভীষণ খুশি হলাম।” সাংবাদিকদের উদ্দেশে বলেন, “দুই দেশের সম্পর্কে বেশ কয়েকটি সমস্যা রয়েছে যা সিঙ্গাপুর বৈঠকে মিটিয়ে ফেলব আমরা।”
আরও পড়ুন- কিম-ট্রাম্পের বৈঠকের প্রভাব ভারতীয় শেয়ার বাজারে, চাঙ্গা সেনসেক্স, নিফটি
এরপর দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে কিম এবং ট্রাম্প আলোচনায় বসেন। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অংশগ্রহণ করেছেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বলটন, হোয়াইট হাউজের মুখ্য আধিকারিক জন কেলি এবং এক জন দ্বিভাষী। কিমের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট জানান, এই বৈঠক আমরা সফল করবই। এরপর মার্কিন প্রতিনিধিদের সামনে বক্তৃতা রাখেন কিম।
.@POTUS Donald J. Trump meets North Korean leader Kim Jong Un in Singapore. #SingaporeSummit pic.twitter.com/CWhiLO4dAa
— Department of State (@StateDept) June 12, 2018
সিঙ্গাপুর বৈঠকে কিমের সঙ্গে দেখা গিয়েছে উত্তর কোরিয়ার পার্টি সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট কিম ইয়ং চোল, ওয়াকার্স পার্টির সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান রি সু ইয়ং এবং বিদেশমন্ত্রী রি ইয়ং হো-কে। তবে, এবারে কিমের পাশে দেখা গেল না তাঁর বোন কিম ইয়ো জং-কে। যাঁকে সম্প্রতি বেশ কিছু বিদেশ সফরে কিমের সঙ্গী হতে দেখা গিয়েছিল।