ওয়েব ডেস্ক: নয়া নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই ধাক্কা। ৬ মুসলিম রাষ্ট্রের নাগরিকদের আমেরিকায় প্রবেশাধিকার নিয়ে ট্রাম্পের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ জারি করল হাওয়াইয়ের কোর্ট। ফেডারাল কোর্ট রায় দিতে গিয়ে বলেছে, নিরপেক্ষ এবং যুক্তিসঙ্গত দিক থেকে দেখলে যে কোনও ব্যক্তিই বলবেন, একটি বিশেষ ধর্মের মানুষের প্রতি বৈষম্যের লক্ষ্যেই এই নির্দেশ কার্যকর করা হচ্ছে। একই রকম বিরোধের সুর মেরিল্যান্ডের বিচারক থিওডোর চুয়াঙ্গের মুখেও। তবে হাওয়াই এবং মেরিল্যান্ডের বিচারকদের বিরোধে বিচলিত নন ট্রাম্প। এক সভায় তিনি জানিয়েছেন, ফেডারেল বিচারকের নির্দেশের বিরুদ্ধে যত দূর পর্যন্ত যেতে হয়, যাবেন। তাঁর মন্তব্য, এটা বিচার বিভাগের নজিরবিহীন নাক গলানো ছাড়া আর কিছুই নয়।
আজ নারদ স্টিং অপারেশন নিয়ে জনস্বার্থ মামলার রায়দান
English Title:
Donald trump’s legal battle over his ban on travel from six mainly muslim country
News Source:
Home Title:
৬ মুসলিম রাষ্ট্রের নাগরিকদের আমেরিকায় প্রবেশাধিকার নিষেধাজ্ঞায় ধাক্কা ট্রাম্পের
Yes
Is Blog?:
No
Section: