মেক্সিকোয় দেখা মিলেছে শয়তানের

কোথাও ভগবান মা দূর্গা বা মহাদেব, কোথাও ভগবানের নাম যীশু খ্রিস্ট। বিভিন্ন ধর্মে ভগবানের নানা নাম, নানা রূপ। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি শয়তানের রূপ কেমন? কেমন হয় শয়তানকে দেখতে? উত্তরটা পেতে হলে চলে যান মেক্সিকো। সেখানে দেখা মিলবে শয়তানের দেখা।

Updated By: Mar 26, 2016, 05:43 PM IST
মেক্সিকোয় দেখা মিলেছে শয়তানের

ওয়েব ডেস্ক: কোথাও ভগবান মা দূর্গা বা মহাদেব, কোথাও ভগবানের নাম যীশু খ্রিস্ট। বিভিন্ন ধর্মে ভগবানের নানা নাম, নানা রূপ। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি শয়তানের রূপ কেমন? কেমন হয় শয়তানকে দেখতে? উত্তরটা পেতে হলে চলে যান মেক্সিকো। সেখানে দেখা মিলবে শয়তানের দেখা।

মেক্সিকোর সবথেকে বড় মাংস উৎপাদক কোম্পানি সুক্রেন। এই কোম্পানির তৈরি একটি মাংসের টুকরে অদ্ভূত ভাবে ফুটে উঠেছে একটি চেহারা। এই চেহারার রয়েছে সিং, রাক্ষসের মতো ভয়ঙ্কর চেহারা। মেক্সিকোয় রীতিমত ভাইরাল এই মাংসের টুকরোর ছবি। শুধু ছবিই নয় ভাইরাল টুকরোটিও। কেউ খেতে চায় শয়তানের মাংসের টুকরো, কারোর আবার ভয় যদি কখনও মাংসের টুকরো থেকে বেড়িয়ে আসে সত্যিকারের শয়তান।

.