Delta Variant: ডেল্টা-আক্রমণ ঠেকাতে পারল না চিন, প্রশ্ন টিকা-সুরক্ষা নিয়েও

কড়া বিধিনিষেধ আরোপ করে এবং জায়গাবিশেষে লকডাউন জারি করে লড়ছে চিন।

Updated By: Jul 29, 2021, 10:03 PM IST
Delta Variant: ডেল্টা-আক্রমণ ঠেকাতে পারল না চিন, প্রশ্ন টিকা-সুরক্ষা নিয়েও

নিজস্ব প্রতিবেদন: পরিস্থিতি ভালই ছিল। কিন্তু ডেল্টা-ই সব প্রতিরোধ ভেঙে দিল। এর আক্রমণে এবার কাবু হল চিন।

গত ৬ মাসে করোনা (Covid-19) সংক্রমণ অনেকটাই কমে গিয়েছিল চিনে। কিন্তু আচমকা এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা অনেকটাই বাড়ল সেখানে। ডেল্টা ভ্যারিয়েন্টের (delta variant) সংক্রমণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। 

নানজিং (Nanjing) এয়ারপোর্টেই  প্রথম এই সংক্রমণ ধরা পড়ে বলে জানা গিয়েছে। ২০ জুলাই ওই এয়ারপোর্টের কর্মীরা করোনা আক্রান্ত হন। এরপর চিনের জিয়াংশু প্রদেশে ১৭১ জনকে আক্রান্ত হতে দেখা যায়। সেখান থেকে চিনের অন্তত চারটি প্রদেশে ইতিমধ্যেই ছড়িয়েছে ডেল্টা-সংক্রমণ। সংক্রমণের জেরে জিয়াংশু প্রদেশে জারি করা হয়েছে লকডাউন। নানজিং শহরে বন্ধ করে দেওয়া হয়েছে জিম, লাইব্রেরি, ক্যাফে, সিনেমা হল, বার। 

টেস্টের সংখ্যা বাড়িয়ে, কড়া বিধিনিষেধ আরোপ করে এবং জায়গাবিশেষে লকডাউন (Lockdown) জারি করে ডেল্টার সামনে সুরক্ষাপ্রাচীর তুলছে চিন। কিন্তু সব চেয়ে দুশ্চিন্তার কারণ, যাঁদের মাধ্যমে ডেল্টা-সংক্রমণ ছড়িয়েছে, তাঁদের টিকাকরণ হয়ে গিয়েছিল। ফলে নতুন ভেরিয়্যান্টের বিরুদ্ধে চিনের টিকার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। শুধু তাই নয়, ভাইরাসের বিরুদ্ধে চিনের লড়াই (anti-virus measures) কতটা কার্যকর, সেটা নিয়েও উঠছে প্রশ্ন। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.