দুটো দেহ, আটটা পা, চারটে কান নিয়ে জন্ম নিল বাছুর
আর পাঁচটা বাছুরের মত নিয়ম মেনেই সেও এসেছে পৃথিবীতে। তবে তাকে নিয়ে বিশ্বের মাতামাতিটা অনেক বেশি। দুটো দেহ, আটটা পা আর চারটে কান থাকা সদ্যজন্ম নেওয়া সেই বাছুরটার তখন চক্ষু চড়কগাছ। এত মানুষ কেন! আসলে সবাই যে তাকে দেখছে। অনেকে ছবিও তুলছে।
আর পাঁচটা বাছুরের মত নিয়ম মেনেই সেও এসেছে পৃথিবীতে। তবে তাকে নিয়ে বিশ্বের মাতামাতিটা অনেক বেশি। দুটো দেহ, আটটা পা আর চারটে কান থাকা সদ্যজন্ম নেওয়া সেই বাছুরটার তখন চক্ষু চড়কগাছ। এত মানুষ কেন! আসলে সবাই যে তাকে দেখছে। অনেকে ছবিও তুলছে।
তার মালিক নিল ডেবির এখন অনেক কাজ। দুনিয়ার তাবড় তাবড় বিজ্ঞানী, ফটোগ্রাফার, সাংবাদিকদের ভিড় তাঁর বাড়ির উঠোনে। সবাই শুনতে চায় কীভাবে সম্ভব হল দুটো দেহ, আটটা পা আর চারটে কানওলা বাছুরকে প্রসব করানো।
মালিক তার গর্বের বাছুরের দিকে হাত দেখিয়ে বলছেন, "ওর মা যখন যন্ত্রণায় ছটফট করছিল, দেখে মনে হচ্ছিল ওর যমজ সন্তান হবে। আমি যখন ডেলিবারি করতে সাহায্য করছিলাম তখনও ভাবছিলাম যমজ সন্তান হতে চলেছে আমার প্রিয় গরুর। কিন্তু বের হওয়ার পরই অবাক হয়ে গেলাম। এ আমি কি দেখছি! একটা বাছুরের দুটো দেহ! "
সঙ্গে বললেন, "তারপর ওর পায়ের দিকে তাকিয়ে আবার অবাক হলাম। গুনে গুনে দেখলাম ৮টা! এরপরই অবাক হয়ে চেঁচিয়ে উঠলাম। পাড়া প্রতিবেশী যখন সেই আওয়াজ শুনে এল তখন আরও একটা জিনিস দেখতে পেলাম। ও মা ওর তো দেখি চারটে কান!"
মালিক ডেভি আরও বলছিলেন, "প্রসব করার সময় দুটো দেহের বাছুর আর তার মা প্রায় মরতে বসেছিল। কিন্তু শেষ অবধি বেঁচে যায় ভগবানের আশীর্বাদে।"
জীবজগতে অবাক করা ত্রুটি নিয়ে জন্ম নেওয়া প্রাণী অনেক দেখতে পাওয়া যায়। কিন্তু এই ধরনের বাছুর সত্যিই বিরল। ২০১২ সালে সুইজারল্যান্ডে ৬টা পা নিয়ে জন্ম নিয়েছিল এক বাছুর। তার আগের বছর জর্জিয়ায় দুটো মাথা নিয়ে জন্মেছিল এক বাছুর। তারা সবাই এখন সুস্থ ও স্বাভাবিক আছে। সবার প্রার্থনা সুইজারল্যান্ডে জন্ম নেওয়া দুটো দেহ, আটটা পা, চারটে কানওলা বাছুরও যেন ভাল থাকে।