'আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি, আমি সবার থেকে আলাদা'
ওয়েব ডেস্ক:
"কৃষ্ণ কলি আমি তারে বলি
কালো তারে বলে গায়ের লোক
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে
কালো মেয়ের কালো হরিণ চোখ।
ঘোমটা মাথায় ছিলনা তার মোটে
মুক্ত বেণী পিঠের পরে লোটে।।
কালো? তা সে যতই কালো হোক
দেখেছি তার কালো হরিণ চোখ।"
কালো মেয়ের হরিণ চোখেই গোটা জগৎ বিভোর। নিকষ কালোতে যে এত আলো, তা চাক্ষুষ না করলে বিশ্বাসই হয় না। তামাম দুনিয়াকে তাক লাগিয়ে সেনেগাল কন্যার টেলিভিশন জয়ের গল্প খানিকটা এমনই। প্রথা ভাঙা এই সুন্দরী মডেল বর্তমান বিশ্বের কাছে কালো হীরে। ১৯ বছর বয়সেই সেনেগালের খৌদিয়া দিওপ যেভাবে ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলেছেন তাতে বিশ্ব বিভোর তো বটেই তেমনই মোহমায়াচ্ছন্ন।
"আমি যখন ছোট, আমার গায়ের রঙের জন্য আমাকে নানান উপহাসের শিকার হতে হয়েছে। এখনও হতে হয়। অনালাইন মাধ্যমে আমাকে নিয়ে তো ঠাট্টাও করা হয়। আমাকে আমার রঙ নিয়ে মুখোমুখিও নিগ্রহ করা হয়েছে কত বার। আমাকে ডাকা হত, কৃষ্ণকাল বলেও। আমি নাকি রাত্রি'র কন্যা। আমি যত বড় হয়েছি, নিজেকে জেনেছি, ততই এদেরকে আমার জীবনে প্রাধান্য দেওয়া কমিয়ে দিয়েছি। নেতিবাচক মানুষদের আমার জীবনে কোনও স্থান নেই। আমার ভিতরের সুন্দরই আমার আদর্শ, আমার স্বরূপ। আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি। আমি সবার থেকে আলাদা। আমি নিজেকে কখনও বদলাতে চাই না", নিজেকে 'melaniin.goddess' বলা ১৯ বছর বয়সী মডেল খৌদিয়া দিওপ এমনটাই বলছেন জীবনের চড়াই উতরাই নিয়ে।