মোদী-মমতার নিরাপত্তায় ঢাকার আকাশে নিষিদ্ধ হল আতসবাজি

Updated By: Jun 2, 2015, 04:43 PM IST
মোদী-মমতার নিরাপত্তায় ঢাকার আকাশে নিষিদ্ধ হল আতসবাজি

নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় ঢাকায়  নিষিদ্ধ হল আতশবাজি। আজ সবেবরাতেও রাতে, বাংলাদেশ জুড়ে উত্‍সব হলেও ঢাকা শহরে কোনও ধরনের বাজি পোড়ানো হবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিস জানিয়ে দিয়েছে, শব্দবাজি  বহন করলে কিংবা বাজি পোড়ালে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ছিটমহল বিনিময় চুক্তি সই করতে আগামী ৬ জুন ঢাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরসঙ্গী হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই হাই প্রোফাইল সফরের আগেই ঢাকায় ধরা পড়েছে তিন আইসিস জঙ্গি। মোদী-মমতার সফরকালে তাই নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না বাংলাদেশ সরকার। আজ রাত থেকেই নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে চলে যাচ্ছে ঢাকা। এমনকী, সফরের ৪ দিন আগে উত্সবের রাতেও নেই বাজি পোড়ানোর অনুমতি।

.